নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেবার মান উন্নয়ন, কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করেছে হাইওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় মহাসড়ক ব্যবস্থাকে আগামী ২০৪১ সালে বিশ্বের উন্নত রাষ্ট্রের মহাসড়কের পর্যায়ে নিয়ে যেতে হবে। পেশাদারির সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবল আন্তরিক ও পেশাদারির মাধ্যমে হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক দমনসহ মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ।
তিনি বলেন, সেবার মান উন্নয়ন, কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে। এর সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা যাবে।
শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দ্রুত সহায়তা দিতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ আগেই চালু করা হয়েছিল। হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সকল যাত্রীসাধারণ মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে মহাসড়কে কেউ বিপদে পড়লে জানানোর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশের যেকোনো ইউনিট সেবা দিতে পৌঁছে যাবেন। কিন্তু সারা দেশে জাতীয় আন্তর্জাতিক মহাসড়ক রয়েছে ২২ হাজার কিলোমিটার। এর মধ্যে মাত্র ২ হাজার ২৯১ কিলোমিটার হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণাধীন আছে।
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ-২০২৪ ’। ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই স্লোগানে ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়ে সেবা সপ্তাহ চলবে।

সেবার মান উন্নয়ন, কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনের সময় আধুনিক প্রযুক্তিসম্পন্ন ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করেছে হাইওয়ে পুলিশ।
আজ মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ-২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ‘বডি ওর্ন ক্যামেরা’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় মহাসড়ক ব্যবস্থাকে আগামী ২০৪১ সালে বিশ্বের উন্নত রাষ্ট্রের মহাসড়কের পর্যায়ে নিয়ে যেতে হবে। পেশাদারির সঙ্গে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবল আন্তরিক ও পেশাদারির মাধ্যমে হাইওয়ে পুলিশ মহাসড়কে ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদক দমনসহ মহাসড়কে দুর্ঘটনা রোধকল্পে নিরলসভাবে কাজ করছে হাইওয়ে পুলিশ।
তিনি বলেন, সেবার মান উন্নয়ন, কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং মহাসড়কে অপ্রীতিকর ঘটনা এড়াতে ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু করা হয়েছে। এর সাহায্যে মহাসড়কে হাইওয়ে পুলিশের সব অপারেশনাল কার্যক্রম কন্ট্রোল রুমের মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিকভাবে সরাসরি তদারকি করা যাবে।
শাহাবুদ্দিন খান বলেন, মহাসড়কে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দ্রুত সহায়তা দিতে ‘হ্যালো এইচপি’ অ্যাপ আগেই চালু করা হয়েছিল। হ্যালো এইচপি অ্যাপের মাধ্যমে মহাসড়ক ব্যবহারকারী সকল যাত্রীসাধারণ মুহূর্তের মধ্যেই ইমার্জেন্সি বাটনে স্পর্শ করে হাইওয়ে পুলিশের জরুরি সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে মহাসড়কে কেউ বিপদে পড়লে জানানোর ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে হাইওয়ে পুলিশের যেকোনো ইউনিট সেবা দিতে পৌঁছে যাবেন। কিন্তু সারা দেশে জাতীয় আন্তর্জাতিক মহাসড়ক রয়েছে ২২ হাজার কিলোমিটার। এর মধ্যে মাত্র ২ হাজার ২৯১ কিলোমিটার হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণাধীন আছে।
প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে হাইওয়ে পুলিশ ‘সেবা সপ্তাহ-২০২৪ ’। ‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই স্লোগানে ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়ে সেবা সপ্তাহ চলবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে