নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনার অন্যতম আসামি ফয়সাল ও মোস্তাফিজ হিন্দু পরিচয়ে ২৩ দিন খাগড়াছড়ির পাতাল কালীমন্দিরে লুকিয়ে ছিলেন। খবর পেয়ে সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
খাগড়াছড়ি থেকে দুই আসামিকে বহনকারীর হেলিকপ্টারটি আজ বুধবার বিকেলে রাজধানীর পূর্বাচলে অবতরণ করে। এ সময় ডিবিপ্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ির পাতাল কালীমন্দির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবিপ্রধান হারুন।
হারুন অর রশীদ বলেন, ‘খাগড়াছড়ির পাতাল কালীমন্দির এলাকায় ফয়সাল ও মোস্তাফিজ পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করে ২৩ দিন লুকিয়ে ছিলেন। গতকাল মঙ্গলবার খবর পাওয়া যায় খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে লুকিয়ে রয়েছেন তাঁরা। ডিবির একটি টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান শুরু করে। আজ আমরা গিয়ে হেলিকপ্টারের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করি।’
ডিবিপ্রধান বলেন, ‘অজ্ঞান করার জন্য এমপি আনারের নাকে ক্লোরোফরম দেন ফয়সাল। আর মোস্তাফিজ এমপি আনারকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে রাখেন। কিলার শিমুল ভূঁইয়ার প্রধান দুই সহযোগী ছিলেন তাঁরা। এমপি আনারকে হত্যার পর ১৯ মে ফয়সাল ও মোস্তাফিজ দেশে ফেরেন।’
গত ১৯ মে রাতে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে কথা বলেন ফয়সাল ও মোস্তাফিজ। শাহীন তাঁদের ৩০ হাজার টাকা দেন। এরপর তাঁরা দুর্গম পাহাড়ের ওই মন্দিরে চলে যান। তাঁদের রিমান্ডে নিয়ে আরও তথ্য বের করা হবে।
হারুন বলেন, ‘কলকাতায় এমপি আনারকে হত্যার মিশনে ছিলেন সাতজন। হত্যাকাণ্ডে জড়িত শিমুল ভূঁইয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি হলেন ফয়সাল ও মোস্তাফিজ। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের এখন মূল কাজ। এ ছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব।’
ফয়সাল ও মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালে মিলিয়ে এমপি আনার হত্যা মামলায় মোট নয়জন গ্রেপ্তার হলেন বলেও জানান ডিবিপ্রধান।
এমপি আনার হত্যা মামলা নিয়ে ডিবির ওপর কোনো চাপ আছে কি না জানতে চাইলে হারুন বলেন, ‘না এখন পর্যন্ত কোনো চাপ নেই। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে, শুধু তাদের আইনের আওতায় আনছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। আবার কোনো দোষী ব্যক্তিকে কেউ চাপ দিয়ে ছাড়াতে পারবে না।’

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনার অন্যতম আসামি ফয়সাল ও মোস্তাফিজ হিন্দু পরিচয়ে ২৩ দিন খাগড়াছড়ির পাতাল কালীমন্দিরে লুকিয়ে ছিলেন। খবর পেয়ে সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
খাগড়াছড়ি থেকে দুই আসামিকে বহনকারীর হেলিকপ্টারটি আজ বুধবার বিকেলে রাজধানীর পূর্বাচলে অবতরণ করে। এ সময় ডিবিপ্রধান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এর আগে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত খাগড়াছড়ির পাতাল কালীমন্দির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবিপ্রধান হারুন।
হারুন অর রশীদ বলেন, ‘খাগড়াছড়ির পাতাল কালীমন্দির এলাকায় ফয়সাল ও মোস্তাফিজ পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করে ২৩ দিন লুকিয়ে ছিলেন। গতকাল মঙ্গলবার খবর পাওয়া যায় খাগড়াছড়ি দুর্গম পাহাড়ে লুকিয়ে রয়েছেন তাঁরা। ডিবির একটি টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান শুরু করে। আজ আমরা গিয়ে হেলিকপ্টারের মাধ্যমে সাঁড়াশি অভিযান পরিচালনা করি।’
ডিবিপ্রধান বলেন, ‘অজ্ঞান করার জন্য এমপি আনারের নাকে ক্লোরোফরম দেন ফয়সাল। আর মোস্তাফিজ এমপি আনারকে উলঙ্গ করে চেয়ারে বেঁধে রাখেন। কিলার শিমুল ভূঁইয়ার প্রধান দুই সহযোগী ছিলেন তাঁরা। এমপি আনারকে হত্যার পর ১৯ মে ফয়সাল ও মোস্তাফিজ দেশে ফেরেন।’
গত ১৯ মে রাতে আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে কথা বলেন ফয়সাল ও মোস্তাফিজ। শাহীন তাঁদের ৩০ হাজার টাকা দেন। এরপর তাঁরা দুর্গম পাহাড়ের ওই মন্দিরে চলে যান। তাঁদের রিমান্ডে নিয়ে আরও তথ্য বের করা হবে।
হারুন বলেন, ‘কলকাতায় এমপি আনারকে হত্যার মিশনে ছিলেন সাতজন। হত্যাকাণ্ডে জড়িত শিমুল ভূঁইয়ার পরে দ্বিতীয় ও তৃতীয় ব্যক্তি হলেন ফয়সাল ও মোস্তাফিজ। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনকে আইনের আওতায় নিয়ে আসা আমাদের এখন মূল কাজ। এ ছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত, তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব।’
ফয়সাল ও মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালে মিলিয়ে এমপি আনার হত্যা মামলায় মোট নয়জন গ্রেপ্তার হলেন বলেও জানান ডিবিপ্রধান।
এমপি আনার হত্যা মামলা নিয়ে ডিবির ওপর কোনো চাপ আছে কি না জানতে চাইলে হারুন বলেন, ‘না এখন পর্যন্ত কোনো চাপ নেই। যাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে, শুধু তাদের আইনের আওতায় আনছি। কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। আবার কোনো দোষী ব্যক্তিকে কেউ চাপ দিয়ে ছাড়াতে পারবে না।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে