নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলমান ‘শাটডাউন কর্মসূচি’ শিথিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। তবে পরীক্ষা বর্জনের নতুন কর্মসূচি দিয়েছেন তাঁরা।
আজ বুধবার (৭ মার্চ) বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু সেশনজটের একটা বিষয় আছে, তাই আপাতত আমরা ক্লাস কার্যক্রম অব্যাহত রাখব ও ক্লাসে অংশগ্রহণ করব। কিন্তু ক্লাস কার্যক্রম ছাড়া আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন, ফরম পূরণ, সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেগুলো বর্জন করব।
গত ২৯ এপ্রিল দেশের বেশির ভাগ পলিটেকনিকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়।
গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তাঁদের তরফ থেকে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত ২২ এপ্রিল বিকেলে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটিকে।

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চলমান ‘শাটডাউন কর্মসূচি’ শিথিল করার ঘোষণা দিয়েছে কারিগরি শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন। তবে পরীক্ষা বর্জনের নতুন কর্মসূচি দিয়েছেন তাঁরা।
আজ বুধবার (৭ মার্চ) বিকেলে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। যেহেতু সেশনজটের একটা বিষয় আছে, তাই আপাতত আমরা ক্লাস কার্যক্রম অব্যাহত রাখব ও ক্লাসে অংশগ্রহণ করব। কিন্তু ক্লাস কার্যক্রম ছাড়া আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন, ফরম পূরণ, সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেগুলো বর্জন করব।
গত ২৯ এপ্রিল দেশের বেশির ভাগ পলিটেকনিকে তালা ঝুলিয়ে শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে এ কর্মসূচি পালিত হয়।
গত ১৬ এপ্রিল থেকে ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ দাবিতে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তাঁরা আন্দোলন স্থগিত করেছিলেন। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তাঁদের তরফ থেকে।
পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে গত ২২ এপ্রিল বিকেলে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের কমিটি গঠন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাকেও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়। ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে তিন সপ্তাহের মধ্যে বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয় কমিটিকে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে