নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে দেয়াল ভেঙে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে ঢুকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের দাবি, হর্টিকালচারের জমি তাঁদের।
গতকাল রোববার রাতে সাভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন তুষার চাঁন সরকার (৪৯), টিপু (২৭), সাকিব হোসেন (২৫) ও রায়হানুর ইসলাম (২৩)।
তবে হর্টিকালচারের কর্মকর্তারা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা ওই জমি ব্যবহার করছেন। সেখানে অনধিকার প্রবেশ করে স্থাপনা নির্মাণ করায় আজ সোমবার তাঁরা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাভার থানা ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক একর পরিত্যক্ত জমি রয়েছে। ১৯৭২ সালে হর্টিকালচার সেন্টারকে সেখান থেকে ৬৮০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়। সেই থেকে হর্টিকালচার সেন্টার ওই জমি ব্যবহার করে আসছিল। গতকাল রোববার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউনের বাসিন্দা তুষার চাঁন সরকার লোকজন নিয়ে গিয়ে পূর্ব পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে টিনের স্থাপনা নির্মাণ করে অবস্থান নেন। তাঁরা এ সময় বাগানের পাঁচটি লিচুগাছ, ছয়টি লেবুগাছ ও পাঁচটি পেঁপেগাছ ভেঙে ফেলেন। এর কয়েক ঘণ্টা পর আজ সকালে তাঁরা সেখানে মাটি ভরাটের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে তুষার চাঁন সরকার বলেন, ‘হর্টিকালচার সেন্টার যে জমি ব্যবহার করছে। আমার বাবা ক্রয় সূত্রে ওই জমির মালিক। কিন্তু আমরা তা দখলে যেতে পারছিলাম না। দীর্ঘদিন আদালতে মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হওয়ার পর গতকাল রোববার ওই জমির দখল নিয়েছি।’
জানতে চাইলে হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম বলেন, ‘তুষার চাঁন সরকারসহ কতিপয় ব্যক্তি রাতের আঁধারে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন। পরে পুলিশকে জানালে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

ঢাকার সাভারে দেয়াল ভেঙে সরকারি হর্টিকালচার সেন্টারের ভেতরে ঢুকে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। আটককৃতদের দাবি, হর্টিকালচারের জমি তাঁদের।
গতকাল রোববার রাতে সাভারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ব্যক্তি হলেন তুষার চাঁন সরকার (৪৯), টিপু (২৭), সাকিব হোসেন (২৫) ও রায়হানুর ইসলাম (২৩)।
তবে হর্টিকালচারের কর্মকর্তারা বলছেন, সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা ওই জমি ব্যবহার করছেন। সেখানে অনধিকার প্রবেশ করে স্থাপনা নির্মাণ করায় আজ সোমবার তাঁরা সাভার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সাভার থানা ও হর্টিকালচার সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েক একর পরিত্যক্ত জমি রয়েছে। ১৯৭২ সালে হর্টিকালচার সেন্টারকে সেখান থেকে ৬৮০ শতাংশ জমি ইজারা দেওয়া হয়। সেই থেকে হর্টিকালচার সেন্টার ওই জমি ব্যবহার করে আসছিল। গতকাল রোববার দিবাগত রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউনের বাসিন্দা তুষার চাঁন সরকার লোকজন নিয়ে গিয়ে পূর্ব পাশের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর সেখানে টিনের স্থাপনা নির্মাণ করে অবস্থান নেন। তাঁরা এ সময় বাগানের পাঁচটি লিচুগাছ, ছয়টি লেবুগাছ ও পাঁচটি পেঁপেগাছ ভেঙে ফেলেন। এর কয়েক ঘণ্টা পর আজ সকালে তাঁরা সেখানে মাটি ভরাটের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে তুষার চাঁন সরকার বলেন, ‘হর্টিকালচার সেন্টার যে জমি ব্যবহার করছে। আমার বাবা ক্রয় সূত্রে ওই জমির মালিক। কিন্তু আমরা তা দখলে যেতে পারছিলাম না। দীর্ঘদিন আদালতে মামলা চালিয়ে আমাদের পক্ষে রায় হওয়ার পর গতকাল রোববার ওই জমির দখল নিয়েছি।’
জানতে চাইলে হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ জামিউল ইসলাম বলেন, ‘তুষার চাঁন সরকারসহ কতিপয় ব্যক্তি রাতের আঁধারে আমাদের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন। পরে পুলিশকে জানালে তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে সাভার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযোগ পেয়ে চারজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।’

নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
০১ জানুয়ারি ১৯৭০
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১৪ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৭ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
২০ মিনিট আগে