Ajker Patrika

কালীগঞ্জে শ্রমিকবাহী বাসে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ৭

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
কালীগঞ্জে বাসে আগুন। ছবি: সংগৃহীত
কালীগঞ্জে বাসে আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান চরকা টেক্সটাইলের শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার তুমলিয়ার সোমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত আমেনা নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি টঙ্গীর বাহার মার্কেট এলাকার বাদশা মিয়ার স্ত্রী। আহত অন্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আবু বকর আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে একটি বাস তুমলিয়ার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সড়ক দিয়ে সোমবাজার হয়ে টঙ্গী যাচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসে থাকা শ্রমিকেরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত সাতজন আহত হন।

আবু বকর আরও বলেন, এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি, বাসে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শহীদুল ইসলাম বলেন, আহত শ্রমিকদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত