নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘বাংলা একাডেমির বই মেলা আমাদের ঐতিহ্যের একটি অংশ হয়ে উঠেছে। এটা যখন সংকটের মধ্যে পরে তখন আমাদের বুকে দাগ কাটে। আমরা আশা করছি মার্চের ১৭ তারিখ পর্যন্ত এই বই মেলা চলবে।’
আজ বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইমেলায় তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলা একাডেমির বই মেলা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে জন্যই প্রতিটি জেলাতেই এই মেলার আয়োজন করা হয়। কিন্তু তরুণ প্রজন্ম যতটুকু বইমুখী হওয়া প্রয়োজন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হওয়ার কারণে তারা তত টুকুন নয়। তাই বই প্রকাশের পাশাপাশি সেটিকে অনলাইনে দেওয়া হলে নতুন প্রজন্ম যতটুকু বই থেকে দূরে সরে গেছে সেখান থেকে ফিরে আসতে পারবে।’
মজিদ মাহমুদের লেখা সাহিত্যে বঙ্গবন্ধু মহাজীবনের মহাকাব্য, নুরুল বাতেন ও আসলাম সানির সম্পাদনায় বই শেখ হাসিনার জয়, বিশ্বের বিস্ময় ও ফারুক হোসেনের শিশু সাহিত্য ছড়ায় বঙ্গবন্ধুর কারাজীবন নামক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই রাষ্ট্রপতি, সার্চ কমিটি এবং সংলাপকে অবজ্ঞা করছে। তাঁদের এ আচরণ দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’
তথ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া বিএনপির উদ্দেশ্য। অথবা ফেরেশতাও যদি তাঁদের নির্বাচনে জয়লাভের নিশ্চয়তা না দেয় তাঁর আগ পর্যন্ত তাঁরা নির্বাচন মানবে না।’
সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশেও এত অংশগ্রহণমূলক পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয় না। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে নাম নিয়ে একটি অসাধারণ প্রক্রিয়া অনুসরণ করেছে, যা দেশের মধ্যে সাড়া জাগিয়েছে। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাটা সার্চ কমিটির হাতে দিয়েছেন। সার্চ কমিটি সেখান থেকে বাছাই করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, যেখান থেকে তিনি ৫ জনকে নিয়োগ দেবেন।’
তিনি বলেন, ‘বিএনপি ঘরানা বুদ্ধিজীবীরাও সার্চ কমিটিকে বলেছেন, বিএনপির আসা প্রয়োজন। কিন্তু বিএনপি শুরু থেকেই পুরো প্রক্রিয়াকেই না করেছে।’

‘বাংলা একাডেমির বই মেলা আমাদের ঐতিহ্যের একটি অংশ হয়ে উঠেছে। এটা যখন সংকটের মধ্যে পরে তখন আমাদের বুকে দাগ কাটে। আমরা আশা করছি মার্চের ১৭ তারিখ পর্যন্ত এই বই মেলা চলবে।’
আজ বুধবার সন্ধ্যা ছয়টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে বইমেলায় তিনটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলা একাডেমির বই মেলা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে জন্যই প্রতিটি জেলাতেই এই মেলার আয়োজন করা হয়। কিন্তু তরুণ প্রজন্ম যতটুকু বইমুখী হওয়া প্রয়োজন ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হওয়ার কারণে তারা তত টুকুন নয়। তাই বই প্রকাশের পাশাপাশি সেটিকে অনলাইনে দেওয়া হলে নতুন প্রজন্ম যতটুকু বই থেকে দূরে সরে গেছে সেখান থেকে ফিরে আসতে পারবে।’
মজিদ মাহমুদের লেখা সাহিত্যে বঙ্গবন্ধু মহাজীবনের মহাকাব্য, নুরুল বাতেন ও আসলাম সানির সম্পাদনায় বই শেখ হাসিনার জয়, বিশ্বের বিস্ময় ও ফারুক হোসেনের শিশু সাহিত্য ছড়ায় বঙ্গবন্ধুর কারাজীবন নামক তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই রাষ্ট্রপতি, সার্চ কমিটি এবং সংলাপকে অবজ্ঞা করছে। তাঁদের এ আচরণ দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।’
তথ্যমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া বিএনপির উদ্দেশ্য। অথবা ফেরেশতাও যদি তাঁদের নির্বাচনে জয়লাভের নিশ্চয়তা না দেয় তাঁর আগ পর্যন্ত তাঁরা নির্বাচন মানবে না।’
সার্চ কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকি কন্টিনেন্টাল ইউরোপের বিভিন্ন দেশেও এত অংশগ্রহণমূলক পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয় না। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে নাম নিয়ে একটি অসাধারণ প্রক্রিয়া অনুসরণ করেছে, যা দেশের মধ্যে সাড়া জাগিয়েছে। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাটা সার্চ কমিটির হাতে দিয়েছেন। সার্চ কমিটি সেখান থেকে বাছাই করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, যেখান থেকে তিনি ৫ জনকে নিয়োগ দেবেন।’
তিনি বলেন, ‘বিএনপি ঘরানা বুদ্ধিজীবীরাও সার্চ কমিটিকে বলেছেন, বিএনপির আসা প্রয়োজন। কিন্তু বিএনপি শুরু থেকেই পুরো প্রক্রিয়াকেই না করেছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে