নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ওয়াজের নামে টাকা তোলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ১১৬ জন ধর্মীয় বক্তার তালিকা করে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা দিয়েছে গণকমিশন। তাদের এই উদ্যোগকে বাড়াবাড়ি বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি তাদের (গণকমিশন) বিদেশে টাকা পাচারকারীদের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
আজ সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সৈয়দ আবু হোসেন বাবলা এসব কথা বলেন।
গণকমিশনকে হরিদাস পাল উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাকার কোন হরিদাস পালরা এসে গণকমিশনের নাম ধারণ করে বাংলাদেশের ধর্মীয় নেতাদের দুর্নীতি খোঁজার জন্য দুদকে তালিকা দেয়। আমি ওই হরিদাস পাল বাবুদের বলব, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করবেন না। সবকিছু নিয়ে বাড়াবাড়ি ভালো না। আগুনে ঘি ঢালার চেষ্টা করবেন না।’ কে সাধু, আর কে অসাধু বাংলাদেশের সব মানুষ জানে বলে জানান তিনি।
গণকমিশনকে উদ্দেশ করে জাপার এই এমপি বলেন, ‘যদি সাহস থাকে তাহলে যেসব কুলাঙ্গাররা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, পারলে সেই তালিকা প্রকাশ করে দেখান, দুদককে দেন। দেশের জনগণ সাধুবাদ জানাবে।’
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মানবিক দিকও ফুটে উঠেছে বলে জানান সৈয়দ আবু হোসেন বাবলা। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের জনগণ, রাজনৈতিক কর্মী ও ধর্মীয় নেতাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘কিছু মাওলানা সাহেব গিয়ে সবার আগে শত শত পোড়া মানুষকে হাসপাতালে নিয়ে গেছে। ইসকনের প্রভুরাও রক্তদান করেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের চিত্র। এই দেশ নিয়ে আমরা অহংকার করি।’

ওয়াজের নামে টাকা তোলাসহ বিভিন্ন অভিযোগ তুলে ১১৬ জন ধর্মীয় বক্তার তালিকা করে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা দিয়েছে গণকমিশন। তাদের এই উদ্যোগকে বাড়াবাড়ি বলে দাবি করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি তাদের (গণকমিশন) বিদেশে টাকা পাচারকারীদের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন।
আজ সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সৈয়দ আবু হোসেন বাবলা এসব কথা বলেন।
গণকমিশনকে হরিদাস পাল উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাকার কোন হরিদাস পালরা এসে গণকমিশনের নাম ধারণ করে বাংলাদেশের ধর্মীয় নেতাদের দুর্নীতি খোঁজার জন্য দুদকে তালিকা দেয়। আমি ওই হরিদাস পাল বাবুদের বলব, সবকিছু নিয়ে বাড়াবাড়ি করবেন না। সবকিছু নিয়ে বাড়াবাড়ি ভালো না। আগুনে ঘি ঢালার চেষ্টা করবেন না।’ কে সাধু, আর কে অসাধু বাংলাদেশের সব মানুষ জানে বলে জানান তিনি।
গণকমিশনকে উদ্দেশ করে জাপার এই এমপি বলেন, ‘যদি সাহস থাকে তাহলে যেসব কুলাঙ্গাররা দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, পারলে সেই তালিকা প্রকাশ করে দেখান, দুদককে দেন। দেশের জনগণ সাধুবাদ জানাবে।’
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মানবিক দিকও ফুটে উঠেছে বলে জানান সৈয়দ আবু হোসেন বাবলা। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধারের জন্য প্রশাসনের পাশাপাশি চট্টগ্রামের জনগণ, রাজনৈতিক কর্মী ও ধর্মীয় নেতাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। তিনি বলেন, ‘কিছু মাওলানা সাহেব গিয়ে সবার আগে শত শত পোড়া মানুষকে হাসপাতালে নিয়ে গেছে। ইসকনের প্রভুরাও রক্তদান করেছে। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের চিত্র। এই দেশ নিয়ে আমরা অহংকার করি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৩ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে