Ajker Patrika

হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালাল হত্যা মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালাল হত্যা মামলার আসামি

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে পুলিশকে মারধর করে পালিয়েছে হত্যা মামলার এক আসামি।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বে নিয়োজিত থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিপন।

তিনি জানান, ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে সংশ্লিষ্ট আদালতের দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল মো. শহিদুল্লাহকে মারধর করে পালিয়ে যান মো. শরিফুল ইসলাম (২২)।

পলাতক এই আসামি দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের প্রয়াত শফিক আহম্মেদের ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন (১৪) হত্যা মামলার আসামি। মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাইন উদ্দিন বলেন, ‘আসামির হাতকড়া পরানো ছিল। তিনি ধাতব কিছু দিয়ে হাতকড়া ঢিলা করে কৌশলে খুলে ফেলেন। পরে পুলিশ কনস্টেবলের হাতে আঘাত করে পালিয়ে যান।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানাকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত