গাজীপুর প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে নবনির্মিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু এবং সৌদি আরবের রিয়াদের ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।
কালিয়াকৈরের সফিপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া সাত একর জমিতে ওয়ামি কমপ্লেক্স নির্মিত হয়। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ-ওয়ামি হলো সৌদিভিত্তিক একটি আন্তর্জাতিক দাতা সংস্থা।
কমপ্লেক্স ভবনে রয়েছে দোতলাবিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, একটি ক্যাডেট মাদ্রাসা, একটি নুরানি, হিফজ মাদ্রাসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেন, অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ জন্য তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
ওয়ামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে মানব কল্যাণে পৃথিবীব্যাপি ওয়ামি’র নানাবিধ কর্মসূচি তুলে ধরেন। এ ক্ষেত্রে রাজকীয় সৌদি সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে রাজকীয় সৌদি সরকারের পাশাপাশি ওয়ামি পূর্বের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের চেষ্টা করবে।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলার এসি ল্যান্ড দিল আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে নবনির্মিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আরিফ প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু এবং সৌদি আরবের রিয়াদের ওয়ামি প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিরেক্টর ফয়সাল সাআ’দ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালেক আল আমের।
কালিয়াকৈরের সফিপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া সাত একর জমিতে ওয়ামি কমপ্লেক্স নির্মিত হয়। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ-ওয়ামি হলো সৌদিভিত্তিক একটি আন্তর্জাতিক দাতা সংস্থা।
কমপ্লেক্স ভবনে রয়েছে দোতলাবিশিষ্ট সুপরিসর মসজিদ, ১০০ এতিম শিশুর জন্য উন্নত মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, একটি ক্যাডেট মাদ্রাসা, একটি নুরানি, হিফজ মাদ্রাসাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেন, অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ জন্য তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
ওয়ামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল হামিদ ইউসুফ আল মাজরু বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে মানব কল্যাণে পৃথিবীব্যাপি ওয়ামি’র নানাবিধ কর্মসূচি তুলে ধরেন। এ ক্ষেত্রে রাজকীয় সৌদি সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে রাজকীয় সৌদি সরকারের পাশাপাশি ওয়ামি পূর্বের চেয়ে আরো বেশি ভূমিকা পালনের চেষ্টা করবে।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, কালিয়াকৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাউছার আহাম্মেদ, কালিয়াকৈর উপজেলার এসি ল্যান্ড দিল আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে