নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ম্যানহোলের ভেতরে উঁকি দিয়ে দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এমন ছবি ঘুরছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ মেয়রের ছবি নিয়ে ফেসবুকে বাহবা দিচ্ছেন, আবার কেউ করছেন ব্যঙ্গ বা বিদ্রূপ।
শাহেদ শফিক নামে এক সংবাদকর্মী মেয়র আতিকের ম্যানহোলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছবিটা অনেক কথা বলে। ভালো লাগার একটি ছবি! মেয়র হোক এমন...’। ওই পোস্টের মন্তব্যে শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তেল বাজির একটা লিমিট থাকা দরকার, ছবিতে যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ছবি তোলার জন্যই তার এই অদম্য প্রচেষ্টা।’
জিসান নামের একজন মন্তব্য করেছেন, ‘সাব্বাস মেয়র আতিক ভাই। ড্রেনের কাজ ঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করা উচিত।’
আরিফুর রহমান তুহিন নামের এক সংবাদকর্মী মন্তব্য করেছেন, ‘এইসব লোক দেখানো কাম বন্ধ করে দায়িত্বটা ঠিকমতো পালন করলেই হইলো।’
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার স্বপ্নধারা হাউজিং মূল সড়ক (বছিলা ৪০ ফুট সড়ক) এলাকায় ম্যানহোলে নেমেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। লাউতলা খালের উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য মেয়র সেখানে গিয়েছিলেন। সেখানে ৩০০ মিটার লম্বা একটি নালার নির্মাণকাজ চলছে। নির্মাণ করা নালাটির স্ল্যাবের কিছু ঢাকনা খোলা ছিল। এমনই একটি খোলা স্ল্যাবের জায়গা দিয়ে নালায় নামেন মেয়র। মাথা নিচু করে নালার ভেতরটা দেখেন তিনি।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মেয়র যে ম্যানহোলে নেমেছেন, সেটি নতুন নির্মাণ করা হয়েছে। নালা নির্মাণের কাজটি ঠিক হয়েছে কি না, তা দেখতে ও যাচাই করতেই নালায় নেমেছিলেন তিনি।’

ম্যানহোলের ভেতরে উঁকি দিয়ে দেখছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এমন ছবি ঘুরছে অনেকের ফেসবুক ওয়ালে। কেউ কেউ মেয়রের ছবি নিয়ে ফেসবুকে বাহবা দিচ্ছেন, আবার কেউ করছেন ব্যঙ্গ বা বিদ্রূপ।
শাহেদ শফিক নামে এক সংবাদকর্মী মেয়র আতিকের ম্যানহোলের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ছবিটা অনেক কথা বলে। ভালো লাগার একটি ছবি! মেয়র হোক এমন...’। ওই পোস্টের মন্তব্যে শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তেল বাজির একটা লিমিট থাকা দরকার, ছবিতে যেভাবে তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে ছবি তোলার জন্যই তার এই অদম্য প্রচেষ্টা।’
জিসান নামের একজন মন্তব্য করেছেন, ‘সাব্বাস মেয়র আতিক ভাই। ড্রেনের কাজ ঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করা উচিত।’
আরিফুর রহমান তুহিন নামের এক সংবাদকর্মী মন্তব্য করেছেন, ‘এইসব লোক দেখানো কাম বন্ধ করে দায়িত্বটা ঠিকমতো পালন করলেই হইলো।’
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার স্বপ্নধারা হাউজিং মূল সড়ক (বছিলা ৪০ ফুট সড়ক) এলাকায় ম্যানহোলে নেমেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। লাউতলা খালের উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য মেয়র সেখানে গিয়েছিলেন। সেখানে ৩০০ মিটার লম্বা একটি নালার নির্মাণকাজ চলছে। নির্মাণ করা নালাটির স্ল্যাবের কিছু ঢাকনা খোলা ছিল। এমনই একটি খোলা স্ল্যাবের জায়গা দিয়ে নালায় নামেন মেয়র। মাথা নিচু করে নালার ভেতরটা দেখেন তিনি।
এ বিষয়ে মেয়র আতিকুল ইসলামের সহকারী একান্ত সচিব ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মেয়র যে ম্যানহোলে নেমেছেন, সেটি নতুন নির্মাণ করা হয়েছে। নালা নির্মাণের কাজটি ঠিক হয়েছে কি না, তা দেখতে ও যাচাই করতেই নালায় নেমেছিলেন তিনি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে