নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’

তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অধীন পরিচ্ছন্নতাকর্মীরা বেতন বকেয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর নতুন বাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা ফেলে প্রতিবাদ জানিয়েছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিএনসিসি বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্জ্যে ভর্তি ট্রাক ও ভ্যানগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে। সেগুলোর আশপাশে স্তূপ করে ফেলা হয়েছে আবর্জনা। পরিচ্ছন্নতাকর্মীরা নিজ হাতে কিংবা ভ্যান উল্টে সড়কে ময়লা ফেলছেন।
শিমুল নামের আন্দোলনরত এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, তারা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করেন এবং তিন মাস ধরে কোনো বেতন পাননি। তিনি বলেন, ‘ডাম্পিং স্টেশন ইতিমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো তা পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি, সেগুলো কোথায় ফেলব?’

তবে আন্দোলনের পেছনে শুধু ডাম্পিং স্টেশনের ভরাট হওয়া নয়, বেতন না পাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে কাজ করেও প্রাপ্য মজুরি না পাওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাস্তায় ময়লা ফেলেছেন।
এদিকে, পথচারীরাও এই অবস্থায় ক্ষুব্ধ। আলিম নামের এক ব্যক্তি বলেন, বেলা ১১টা থেকে তাঁরা সড়ক অবরোধ করেছেন। দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁরা ময়লা ফেলতে শুরু করেন। তাঁর অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা ইচ্ছাকৃতভাবে সড়কে ময়লা ফেলে জনগণকে ভোগান্তিতে ফেলছেন।
তবে এসব বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোনো দায় নিচ্ছে না। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা এ বিষয়ে কিছুই জানে না।
প্রসঙ্গত, গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএনসিসির এক-চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। এরপর করপোরেশন ময়লা পরিবহনের জন্য অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনর্ব্যবহারের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে