নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো ব্যবসায় অভিযুক্ত সেলিম প্রধানের বাড়িতে হামলা চালানোর ঘটনায় সেলিম প্রধানের স্ত্রী রূপগঞ্জ থানায় মামলা করেছেন। সেলিমের স্ত্রী আনা প্রসভেতোভা রাশিয়ার নাগরিক।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার করার পর সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুইশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—ডা. মজিবুর রহমান, রাসেল, সিয়াম, আলামিন, কামাল, ফেরদৌস, মোশারফ, আওলাত এবং বাবু।
অভিযোগে আনা প্রসভেতোভা বলেন, গত ২৪ মে শুক্রবার সকাল ৭টা থেকে আসামিরা রূপগঞ্জের সাওঘাট এলাকায় আমার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এ ছাড়া আসামিরা বাড়ি লক্ষ্য করে কয়েকশ ককটেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির কাচ, সিসিটিভি, গাড়ি, এয়ারকন্ডিশন ও আসবাবপত্র ভাঙচুর করে। প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
পরবর্তীতে বাড়ির বাইরে থেকে আমাদের মেরে ফেলা এবং লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় হামলাকারীরা। এই ঘটনায় আমিসহ আমার তিন রাশিয়ার নাগরিক সন্তান মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি। হামলার বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে জানানো হয়েছে।
মামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’
এর আগে, গত ২৪ মে বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম প্রধান এবং বাজারের নিয়ন্ত্রক মজিবুর রহমান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেন। সেই ঘটনার ১১ দিন পর মামলা করলেন সেলিম প্রধানের স্ত্রী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত ক্যাসিনো ব্যবসায় অভিযুক্ত সেলিম প্রধানের বাড়িতে হামলা চালানোর ঘটনায় সেলিম প্রধানের স্ত্রী রূপগঞ্জ থানায় মামলা করেছেন। সেলিমের স্ত্রী আনা প্রসভেতোভা রাশিয়ার নাগরিক।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার করার পর সেটিকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ। মামলায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুইশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন—ডা. মজিবুর রহমান, রাসেল, সিয়াম, আলামিন, কামাল, ফেরদৌস, মোশারফ, আওলাত এবং বাবু।
অভিযোগে আনা প্রসভেতোভা বলেন, গত ২৪ মে শুক্রবার সকাল ৭টা থেকে আসামিরা রূপগঞ্জের সাওঘাট এলাকায় আমার বাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তারা আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। এ ছাড়া আসামিরা বাড়ি লক্ষ্য করে কয়েকশ ককটেল নিক্ষেপ করে এবং ইটপাটকেল ছুড়ে বাড়ির কাচ, সিসিটিভি, গাড়ি, এয়ারকন্ডিশন ও আসবাবপত্র ভাঙচুর করে। প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
পরবর্তীতে বাড়ির বাইরে থেকে আমাদের মেরে ফেলা এবং লাশ গুম করে দেওয়ার হুমকি দেয় হামলাকারীরা। এই ঘটনায় আমিসহ আমার তিন রাশিয়ার নাগরিক সন্তান মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি। হামলার বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত রাশিয়ার দূতাবাসকে জানানো হয়েছে।
মামলার বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, ‘সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।’
এর আগে, গত ২৪ মে বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে সেলিম প্রধানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম প্রধান এবং বাজারের নিয়ন্ত্রক মজিবুর রহমান পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করেন। সেই ঘটনার ১১ দিন পর মামলা করলেন সেলিম প্রধানের স্ত্রী।

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব ইউনিটের কর্মীরা। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
৩ মিনিট আগে
খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
২২ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১ ঘণ্টা আগে