প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লকডাউনে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদারীপুরসহ দেশের ৭ জেলায় আজ সকাল থেকে চলছে লকডাউন। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী পরিবহন ও সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ফেরিতে পার হচ্ছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লঞ্চ বন্ধ থাকায় আজ সকাল থেকেই ফেরিতে রয়েছে যাত্রীদের ভিড়। পঁচিশ টাকা করে ভাড়া নিয়ে যাত্রীদের ফেরিতে ওঠানো হচ্ছে। তবে ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।
মো. মিরাজুল শেখ নামের ঢাকাগামী শিবচরের এক যাত্রী বলেন, ‘নির্বাচনে ভোট দিতে বাড়ি এসেছিলাম। গতকাল সোমবার ছিল নির্বাচন। আজ ভোরে পরিবার নিয়ে ঢাকায় রওনা হয়েছি। লকডাউনের কথা রাতেই জেনেছি। তবে লঞ্চ চলাচলও যে বন্ধ থাকবে তা জানা ছিল না। লঞ্চ বন্ধ দেখে ফেরিতে পার হচ্ছি। লঞ্চ বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় রয়েছে অনেক। তবে সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় সহজেই পার হওয়া যাচ্ছে।’
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আজ ভোর থেকেই মাদারীপুরসহ ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে নৌরুটে। অনেক যাত্রী লঞ্চঘাটে চলে আসছে। তবে তাদের ফিরে যেতে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. জামিল আহমেদ বলেন, সবগুলো ফেরি চলছে। লঞ্চ বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। ঘাটে কিছু পণ্যবাহী পরিবহন রয়েছে। তবে ছোট যানবাহন তেমন নেই।

শিবচর (মাদারীপুর): আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া লকডাউনে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ফেরিতে পদ্মা পার হচ্ছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাদারীপুরসহ দেশের ৭ জেলায় আজ সকাল থেকে চলছে লকডাউন। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ চলাচল। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী পরিবহন ও সাধারণ যানবাহনের পাশাপাশি যাত্রীরাও ফেরিতে পার হচ্ছে।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, লঞ্চ বন্ধ থাকায় আজ সকাল থেকেই ফেরিতে রয়েছে যাত্রীদের ভিড়। পঁচিশ টাকা করে ভাড়া নিয়ে যাত্রীদের ফেরিতে ওঠানো হচ্ছে। তবে ঘাটে যানবাহনের তেমন কোনো চাপ নেই। নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।
মো. মিরাজুল শেখ নামের ঢাকাগামী শিবচরের এক যাত্রী বলেন, ‘নির্বাচনে ভোট দিতে বাড়ি এসেছিলাম। গতকাল সোমবার ছিল নির্বাচন। আজ ভোরে পরিবার নিয়ে ঢাকায় রওনা হয়েছি। লকডাউনের কথা রাতেই জেনেছি। তবে লঞ্চ চলাচলও যে বন্ধ থাকবে তা জানা ছিল না। লঞ্চ বন্ধ দেখে ফেরিতে পার হচ্ছি। লঞ্চ বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের ভিড় রয়েছে অনেক। তবে সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় সহজেই পার হওয়া যাচ্ছে।’
বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, আজ ভোর থেকেই মাদারীপুরসহ ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। লঞ্চ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ফেরিতে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঘাটে পরিবহনের তেমন কোনো চাপ নেই।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই লঞ্চ চলাচল বন্ধ রয়েছে নৌরুটে। অনেক যাত্রী লঞ্চঘাটে চলে আসছে। তবে তাদের ফিরে যেতে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. জামিল আহমেদ বলেন, সবগুলো ফেরি চলছে। লঞ্চ বন্ধ থাকায় লঞ্চের যাত্রীরা ফেরিতে পার হচ্ছে। ঘাটে কিছু পণ্যবাহী পরিবহন রয়েছে। তবে ছোট যানবাহন তেমন নেই।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৮ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে