
‘পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত। পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও আমাদের অবস্থান ভালো। কিন্তু সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। বিশেষ করে আলেমসমাজের। আলেমসমাজ জনগণের মাঝে উন্নয়নের বিষয় প্রচার করলেই জনগণ সরকারের উন্নয়নের কথা বুঝবে।’
গতকাল শনিবার বংশাল বড় জামে মসজিদে আয়োজিত ‘দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেমসমাজের ঐক্যের অপরিহার্য’ শীর্ষক ‘ওলামা সমাবেশ ২০২২’-এ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, মুসলিম ঐক্যের প্রয়োজন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামটি। এরই মধ্যে বেশ কিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন।’
সাঈদ খোকন আরও বলেন, ‘সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব একমাত্র ইসলামি অর্থনীতির মাধ্যমে।’ সবার সহযোগিতায় দরিদ্র ও আলেমসমাজের কল্যাণের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগের কথাও বলেন তিনি।
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিচারকদের মাঝেও আলেমসমাজকে কাজ করতে হবে। কেননা, সব বিচারকই নীতিবান নন। কোরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেমসমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই।’ তিনি বলেন, ‘১০ লাখ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরিফের ইমামকে আনার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ।’
সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আওলাদ হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড গ্রুপের এমডি মো. নবীউল্লাহ এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তথ্যপ্রযুক্তি ও পরিসংখ্যানবিষয়ক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি মোহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, ড. আহমদুল্লাহ ত্রিশালী, সাবেক উপাধ্যক্ষ উবায়দুল্লাহ গযনফর, সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা।

‘পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত। পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও আমাদের অবস্থান ভালো। কিন্তু সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। বিশেষ করে আলেমসমাজের। আলেমসমাজ জনগণের মাঝে উন্নয়নের বিষয় প্রচার করলেই জনগণ সরকারের উন্নয়নের কথা বুঝবে।’
গতকাল শনিবার বংশাল বড় জামে মসজিদে আয়োজিত ‘দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেমসমাজের ঐক্যের অপরিহার্য’ শীর্ষক ‘ওলামা সমাবেশ ২০২২’-এ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, মুসলিম ঐক্যের প্রয়োজন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামটি। এরই মধ্যে বেশ কিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন।’
সাঈদ খোকন আরও বলেন, ‘সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব একমাত্র ইসলামি অর্থনীতির মাধ্যমে।’ সবার সহযোগিতায় দরিদ্র ও আলেমসমাজের কল্যাণের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগের কথাও বলেন তিনি।
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিচারকদের মাঝেও আলেমসমাজকে কাজ করতে হবে। কেননা, সব বিচারকই নীতিবান নন। কোরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেমসমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই।’ তিনি বলেন, ‘১০ লাখ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরিফের ইমামকে আনার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ।’
সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আওলাদ হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড গ্রুপের এমডি মো. নবীউল্লাহ এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তথ্যপ্রযুক্তি ও পরিসংখ্যানবিষয়ক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি মোহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, ড. আহমদুল্লাহ ত্রিশালী, সাবেক উপাধ্যক্ষ উবায়দুল্লাহ গযনফর, সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৫ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৭ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে