
‘পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত। পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও আমাদের অবস্থান ভালো। কিন্তু সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। বিশেষ করে আলেমসমাজের। আলেমসমাজ জনগণের মাঝে উন্নয়নের বিষয় প্রচার করলেই জনগণ সরকারের উন্নয়নের কথা বুঝবে।’
গতকাল শনিবার বংশাল বড় জামে মসজিদে আয়োজিত ‘দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেমসমাজের ঐক্যের অপরিহার্য’ শীর্ষক ‘ওলামা সমাবেশ ২০২২’-এ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, মুসলিম ঐক্যের প্রয়োজন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামটি। এরই মধ্যে বেশ কিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন।’
সাঈদ খোকন আরও বলেন, ‘সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব একমাত্র ইসলামি অর্থনীতির মাধ্যমে।’ সবার সহযোগিতায় দরিদ্র ও আলেমসমাজের কল্যাণের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগের কথাও বলেন তিনি।
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিচারকদের মাঝেও আলেমসমাজকে কাজ করতে হবে। কেননা, সব বিচারকই নীতিবান নন। কোরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেমসমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই।’ তিনি বলেন, ‘১০ লাখ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরিফের ইমামকে আনার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ।’
সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আওলাদ হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড গ্রুপের এমডি মো. নবীউল্লাহ এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তথ্যপ্রযুক্তি ও পরিসংখ্যানবিষয়ক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি মোহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, ড. আহমদুল্লাহ ত্রিশালী, সাবেক উপাধ্যক্ষ উবায়দুল্লাহ গযনফর, সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা।

‘পৃথিবীর অনেক দেশের তুলনায় অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান উন্নত। পার্শ্ববর্তী দেশ ভারতের থেকেও আমাদের অবস্থান ভালো। কিন্তু সরকারের একার পক্ষে পরিপূর্ণ উন্নয়ন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনগণের সহযোগিতা। বিশেষ করে আলেমসমাজের। আলেমসমাজ জনগণের মাঝে উন্নয়নের বিষয় প্রচার করলেই জনগণ সরকারের উন্নয়নের কথা বুঝবে।’
গতকাল শনিবার বংশাল বড় জামে মসজিদে আয়োজিত ‘দেশ, জাতি ও সামাজিক সমৃদ্ধির লক্ষ্যে আলেমসমাজের ঐক্যের অপরিহার্য’ শীর্ষক ‘ওলামা সমাবেশ ২০২২’-এ প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা মোহাম্মদ সাঈদ খোকন এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি, মুসলিম ঐক্যের প্রয়োজন। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল বাংলাদেশ নামটি। এরই মধ্যে বেশ কিছু শাসক দেশ শাসন করেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের হাল ধরেছেন। বাংলাদেশের অর্থনীতিকে একটা সম্মানজনক অবস্থায় পৌঁছে দিয়েছেন।’
সাঈদ খোকন আরও বলেন, ‘সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলা সম্ভব একমাত্র ইসলামি অর্থনীতির মাধ্যমে।’ সবার সহযোগিতায় দরিদ্র ও আলেমসমাজের কল্যাণের জন্য একটি ফান্ড গঠনের উদ্যোগের কথাও বলেন তিনি।
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিচারকদের মাঝেও আলেমসমাজকে কাজ করতে হবে। কেননা, সব বিচারকই নীতিবান নন। কোরআন-সুন্নাহর ভিত্তিতে মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপনের উদ্যোগ নিতে হবে একমাত্র আলেমসমাজকেই। আর তা শুরু হোক নিজের ঘর থেকেই।’ তিনি বলেন, ‘১০ লাখ আলেমের সমাবেশ ঘটিয়ে কাবা শরিফের ইমামকে আনার উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ।’
সমাবেশের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মো. আওলাদ হোসেন, সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনাইটেড গ্রুপের এমডি মো. নবীউল্লাহ এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের তথ্যপ্রযুক্তি ও পরিসংখ্যানবিষয়ক সেক্রেটারি আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি মোহাম্মদ রুহুল আমীন, অধ্যাপক ড. মুহাম্মদ রঈসুদ্দীন, ড. আহমদুল্লাহ ত্রিশালী, সাবেক উপাধ্যক্ষ উবায়দুল্লাহ গযনফর, সেক্রেটারি জেনারেল ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে