Ajker Patrika

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল: আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ২১: ২৮
ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল: আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছেন ৩৬ শিক্ষার্থীর অভিভাবক। বিষয়টি আজ বুধবার আপিল বিভাগের চেম্বার আদালতে উঠলে সময় আবেদন করেন রিটকারী পক্ষের আইনজীবী। 

পরে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেন। 

৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ৬ মার্চ হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেছেন। আদালত আগামী সোমবার শুনানির জন্য দিন ধার্য করেছেন। 

এর আগে ৬ মার্চ ভিকারুননিসার প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। 

ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগ এনে প্রথম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক দুই শিক্ষার্থীর মা গত ১৪ জানুয়ারি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট। 

এরপর স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নিতে নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

দুবাই পালানোর সময় বিমানবন্দর থেকে নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত