নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খতনা করাতে গিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বোর্ড গঠন করে কারণ খুঁজে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ওই শিশুর বাবা ফখরুল আলম ও মা খায়রুন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার এবং জড়িত ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া ওই শিশুর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির চেয়ারম্যান, হাসপাতালের মালিক এবং ওই শিশুর অপারেশনের সঙ্গে জড়িতদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
আইনজীবী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মৃত্যুর কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে হাসপাতাল ও জড়িতদের লাইসেন্স এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার সুন্নতে খতনা করাতে গিয়ে মারা যায় আহনাফ তাহমিদ। পরে মৃত্যুর ঘটনায় কারণ খুঁজে বের করা, জড়িতদের ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ৩০ মে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা–মা।

খতনা করাতে গিয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিদের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বোর্ড গঠন করে কারণ খুঁজে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ওই শিশুর বাবা ফখরুল আলম ও মা খায়রুন নাহারের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
শিশু মৃত্যুর ঘটনায় রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার এবং জড়িত ডাক্তারদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া ওই শিশুর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসির চেয়ারম্যান, হাসপাতালের মালিক এবং ওই শিশুর অপারেশনের সঙ্গে জড়িতদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত।
আইনজীবী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্ট মৃত্যুর কারণ খুঁজতে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে হাসপাতাল ও জড়িতদের লাইসেন্স এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টার সুন্নতে খতনা করাতে গিয়ে মারা যায় আহনাফ তাহমিদ। পরে মৃত্যুর ঘটনায় কারণ খুঁজে বের করা, জড়িতদের ও হাসপাতালের লাইসেন্স বাতিল করা এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ৩০ মে হাইকোর্টে রিট করেন শিশুটির বাবা–মা।

বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২ ঘণ্টা আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
৩ ঘণ্টা আগে