নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হিরো আলমের ওপর হামলার ঘটনাকে ‘সামান্য অন্যায়’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, দুঃখজনক।
মো. আলমগীর বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেখানে সামান্য একটু এই অন্যায় কাজ করে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস, সেটা আমরা একসেপ্ট করতে পারি না। সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। জরুরি ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা এবং অন্যান্য সাক্ষী নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেওয়া হয়েছে।’
নিরাপত্তা দিতে না পারার এই ব্যর্থতা কার—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি প্রোটেকশন দেওয়ার সুযোগ নাই। এই প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন কারও কোনো দায়িত্বে অবহেলা আছে কি না, অনীহা ছিল কি না। এগুলো দেখে তারা বিভাগীয় ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। ভিডিও ফুটেজ দেখার সঙ্গে সঙ্গেই ডিএমপি কমিশনার নির্দেশনা দেওয়া হয়েছে। কারো কোনো অবহেলা থেকে থাকলে সেটা দেখে তদন্তের পর ব্যবস্থা নিতে বলেছি।’
সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ভোট গ্রহণ শেষের দিকে নৌকার ব্যাজধারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হিরো আলমকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।

হিরো আলমের ওপর হামলার ঘটনাকে ‘সামান্য অন্যায়’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে তিনি এ মন্তব্য করেন। এছাড়াও তিনি বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, দুঃখজনক।
মো. আলমগীর বলেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেখানে সামান্য একটু এই অন্যায় কাজ করে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস, সেটা আমরা একসেপ্ট করতে পারি না। সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। জরুরি ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা এবং অন্যান্য সাক্ষী নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেওয়া হয়েছে।’
নিরাপত্তা দিতে না পারার এই ব্যর্থতা কার—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি প্রোটেকশন দেওয়ার সুযোগ নাই। এই প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন কারও কোনো দায়িত্বে অবহেলা আছে কি না, অনীহা ছিল কি না। এগুলো দেখে তারা বিভাগীয় ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন। ভিডিও ফুটেজ দেখার সঙ্গে সঙ্গেই ডিএমপি কমিশনার নির্দেশনা দেওয়া হয়েছে। কারো কোনো অবহেলা থেকে থাকলে সেটা দেখে তদন্তের পর ব্যবস্থা নিতে বলেছি।’
সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ। ভোট গ্রহণ শেষের দিকে নৌকার ব্যাজধারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হিরো আলমকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে