শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি

ডেমরার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানা ও ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী। ‘কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ী এলাকার সড়কের দুপাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমু। এ সময় বক্তব্য দেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ, সিদ্দিকুর রহমান।
মানববন্ধনে শাহরিয়ার স্টিল মিল, জহির স্টিল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সব কলকারখানা অবিলম্বে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান বাতাসে মিশে পরিবেশ দূষণ করছে। শ্বাস গ্রহণের সময় দূষিত বাতাস মানবদেহে প্রবেশ করছে। দ্রুত সময়ের মধ্যে এসব কারখানা অন্যত্র সরিয়ে না নিলে বড় ধরনের আন্দোলন ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, ‘প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টিকে থাকা যায় না।’
আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, ‘প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়ার জন্য আমরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। ইতিমধ্যে অনেকে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে।’

ডেমরার আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানা ও ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী। ‘কোনাপাড়া মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে আজ শনিবার বেলা ১১টার দিকে ডেমরা, কোনাপাড়া, মাতুয়াইল ও যাত্রাবাড়ী এলাকার সড়কের দুপাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ওবায়দুল্লাহ খান হিমু। এ সময় বক্তব্য দেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, সাংবাদিক এম এ নোমান, মাওলানা মামুন, সালামত উল্লাহ, সিদ্দিকুর রহমান।
মানববন্ধনে শাহরিয়ার স্টিল মিল, জহির স্টিল মিল এবং মাতুয়াইলের ময়লার ডিপোসহ আবাসিক এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা সব কলকারখানা অবিলম্বে অন্য স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়ার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও সিসার মতো ক্ষতিকর উপাদান বাতাসে মিশে পরিবেশ দূষণ করছে। শ্বাস গ্রহণের সময় দূষিত বাতাস মানবদেহে প্রবেশ করছে। দ্রুত সময়ের মধ্যে এসব কারখানা অন্যত্র সরিয়ে না নিলে বড় ধরনের আন্দোলন ডাকা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী জিসান আহমেদ বলেন, ‘প্রতিদিন ক্লাসে ঢুকতেই চোখে পানি চলে আসে, নিশ্বাস নিতে কষ্ট হয়। ধোঁয়ার তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে শ্রেণিকক্ষে টিকে থাকা যায় না।’
আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. রোমান বলেন, ‘প্রতিনিয়ত বিষাক্ত ধোঁয়ার জন্য আমরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। ইতিমধ্যে অনেকে শ্বাসকষ্ট, চোখের জ্বালা ও মাথাব্যথার মতো উপসর্গে ভুগছেন। কয়েকজনকে চিকিৎসাও নিতে হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে