আজকের পত্রিকা ডেস্ক

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিও জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্য তারা বলেন, মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য আলাদা আইন ও বিধিমালা প্রণয়নে অংশীজন হিসেবে মেডিকেল ডিভাইস ব্যবসায়ী সমিতির সদস্য, ব্যবহারকারী ডায়াগনস্টিক ও হাসপাতাল মালিক সমিতির সদস্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞজনদের নিয়ে মেডিকেল ডিভাইস এক্সপার্ট কমিটি গঠন করে বিধিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য তারা মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে ওষুধ প্রশাসন অধিদপ্তরে বিশেষজ্ঞজনদের সম্পৃক্ত করে পৃথক ইউনিট গঠন করার দাবি জানান। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজতর করার দাবি পাশাপাশি রেসিপি অনুমোদন, ইনডেন্ট এপ্রুভাল প্রসেস এবং ফ্রি-সেল সার্টিফিকেট দূতাবাসে সত্যায়িত করার প্রক্রিয়া বাতিলের দাবি করেন।
ব্যবসায়ীরা বলেন, ভারতে ক্লাস এ এবং বি’র মেডিকেল ডিভাইসের রেজিস্ট্রেশন ফি মাত্র ১০ মার্কিন ডলার। অথচ দেশে রেজিস্ট্রেশন ফি প্রায় ৬৫ হাজার টাকা। এতে পণ্যের দাম বেড়ে চিকিৎসা ব্যয় বাড়ছে। তারা এ ক্যাটাগরি এক হাজার, বি-ক্যাটাগরি ৫ হাজার, সি-ক্যাটাগরি ১০ হাজার এবং ডি-ক্যাটাগরি ১৫ হাজার টাকা করার দাবি জানান।
ব্যবসায়ীরা বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন—২০২৩’ অনুযায়ী মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক রিঅ্যাজেন্ট আমদানি, সরবরাহ ও বিক্রির ও ডিভাইস নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জনগণের উন্নত চিকিৎসার লক্ষ্যে মেডিকেল ডিভাইস, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক রিঅ্যাজেন্টের মান নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র আইন ও যুগোপযোগী বিধিমালা প্রণয়ন করার দাবি জানান।
ডায়াগনস্টিক রি-এজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান মূল বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখেন—বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড এমএফআরএস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আতিকুর রহমান, বিএমএ ভবন শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদুল আলম পুলক।

মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে স্বতন্ত্র আইন ও বিধিমালার দাবি জানিয়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। একই সঙ্গে রেজিস্ট্রেশন ফি কমানোর দাবিও জানিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্য তারা বলেন, মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনের জন্য আলাদা আইন ও বিধিমালা প্রণয়নে অংশীজন হিসেবে মেডিকেল ডিভাইস ব্যবসায়ী সমিতির সদস্য, ব্যবহারকারী ডায়াগনস্টিক ও হাসপাতাল মালিক সমিতির সদস্য, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞজনদের নিয়ে মেডিকেল ডিভাইস এক্সপার্ট কমিটি গঠন করে বিধিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্য তারা মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশনে ওষুধ প্রশাসন অধিদপ্তরে বিশেষজ্ঞজনদের সম্পৃক্ত করে পৃথক ইউনিট গঠন করার দাবি জানান। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজতর করার দাবি পাশাপাশি রেসিপি অনুমোদন, ইনডেন্ট এপ্রুভাল প্রসেস এবং ফ্রি-সেল সার্টিফিকেট দূতাবাসে সত্যায়িত করার প্রক্রিয়া বাতিলের দাবি করেন।
ব্যবসায়ীরা বলেন, ভারতে ক্লাস এ এবং বি’র মেডিকেল ডিভাইসের রেজিস্ট্রেশন ফি মাত্র ১০ মার্কিন ডলার। অথচ দেশে রেজিস্ট্রেশন ফি প্রায় ৬৫ হাজার টাকা। এতে পণ্যের দাম বেড়ে চিকিৎসা ব্যয় বাড়ছে। তারা এ ক্যাটাগরি এক হাজার, বি-ক্যাটাগরি ৫ হাজার, সি-ক্যাটাগরি ১০ হাজার এবং ডি-ক্যাটাগরি ১৫ হাজার টাকা করার দাবি জানান।
ব্যবসায়ীরা বলেন, ‘ওষুধ ও কসমেটিকস আইন—২০২৩’ অনুযায়ী মেডিকেল ডিভাইস, ডায়াগনস্টিক রিঅ্যাজেন্ট আমদানি, সরবরাহ ও বিক্রির ও ডিভাইস নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। জনগণের উন্নত চিকিৎসার লক্ষ্যে মেডিকেল ডিভাইস, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক রিঅ্যাজেন্টের মান নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র আইন ও যুগোপযোগী বিধিমালা প্রণয়ন করার দাবি জানান।
ডায়াগনস্টিক রি-এজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান মূল বক্তব্য তুলে ধরেন। বক্তব্য রাখেন—বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড এমএফআরএস অ্যাসোসিয়েশনের সহসভাপতি আতিকুর রহমান, বিএমএ ভবন শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইমপোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদুল আলম পুলক।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে