উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরার আর্মি ক্যাম্পের মুখ্যপাত্র লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বলেছেন, ‘প্রতিনিয়তই আমরা প্রচুর কল পাচ্ছি। কোথাও ডাকাতি, কোথাও চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। সেসব অপরাধীদের যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়, সে জন্য থানার কার্যক্রম শুরু করা খুবই প্রয়োজন।’
শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৪টায় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল লাইন-৫ ভবনে অবস্থিত আর্মি ক্যাম্পে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দীন বলেন, ‘গত ৫ আগস্টের আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। সকলের সহযোগিতা পেলে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা থানায় থানায় কার্যক্রম শুরু করতে পারব।’
আর্মির ক্যাপ্টেন আসিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর জাহিদ, ক্যাপ্টেন তামজিদ, ক্যাপ্টেন হাসিন, ক্যাপ্টেন মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বলেন, ‘আমরা শিগগিরই উত্তরার থানাগুলোর কার্যক্রম শুরু করতে চাই। পুলিশ বাহিনী যাতে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সে জন্য আপনারা যারা নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ রয়েছেন দেশের কল্যাণে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।’
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি উত্তরার বিভিন্ন সেক্টরগুলোতে কমিটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া ফুটপাত দখল করে চাঁদাবাজিতেও হাত বদল হচ্ছে। এছাড়াও আমাদের যারা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে, তাঁদের সার্টিফিকেশনের মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করার বিষয়টি বিবেচনা করা উচিত।’
সভায় উপস্থিত বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা সার্বিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করব। বৃহত্তর উত্তরায় বিএনপি পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি কিংবা কোনো অপরাধ করে তাহলে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।’
জামায়াতের উত্তরা পশ্চিম থানা আমির মকবুল আহসান ও জাতীয় পার্টি তুরাগ থানার সভাপতি আলাউদ্দিন আলাল একমত পোষণ করেন।
সভা শেষে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মুখপাত্র লে. কর্নেল তাহসিন বলেন, ‘সবকিছুর পাশাপাশি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির-প্যাগোডা-গির্জা ইত্যাদি স্থাপনা সুরক্ষিত রাখতে হবে।’
সেক্টর ১, ৩, ৫, ৭ (০১৩১৮৩৭১৫৫৪), সেক্টর ৯, ১০, ৪ (০১৩১৮৩৭১৫৫৫), সেক্টর ১২, ১৩, ১৪ (০১৩১৮৩৭১৫৫৬), সেক্টর ১৫, ১৬, ১৭, ১৮ (০১৩১৮৩৭১৫৫৭) সেনাবাহিনীর কল সেন্টারের নম্বরে সুনির্দিষ্ট অভিযোগ প্রদানের জন্য নাগরিকদের আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল তাহসিন।

উত্তরার আর্মি ক্যাম্পের মুখ্যপাত্র লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বলেছেন, ‘প্রতিনিয়তই আমরা প্রচুর কল পাচ্ছি। কোথাও ডাকাতি, কোথাও চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। সেসব অপরাধীদের যাতে আইনের আওতায় নিয়ে আসা যায়, সে জন্য থানার কার্যক্রম শুরু করা খুবই প্রয়োজন।’
শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৪টায় উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল লাইন-৫ ভবনে অবস্থিত আর্মি ক্যাম্পে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ডিএমপির উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দীন বলেন, ‘গত ৫ আগস্টের আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। সকলের সহযোগিতা পেলে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা থানায় থানায় কার্যক্রম শুরু করতে পারব।’
আর্মির ক্যাপ্টেন আসিফের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সেক্টর কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, সিটি করপোরেশনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধিরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর জাহিদ, ক্যাপ্টেন তামজিদ, ক্যাপ্টেন হাসিন, ক্যাপ্টেন মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় নাগরিক সমাজের প্রতিনিধিদের উদ্দেশ্যে লেফটেন্যান্ট কর্নেল তাহসিন বলেন, ‘আমরা শিগগিরই উত্তরার থানাগুলোর কার্যক্রম শুরু করতে চাই। পুলিশ বাহিনী যাতে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে সে জন্য আপনারা যারা নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ রয়েছেন দেশের কল্যাণে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।’
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি উত্তরার বিভিন্ন সেক্টরগুলোতে কমিটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এছাড়া ফুটপাত দখল করে চাঁদাবাজিতেও হাত বদল হচ্ছে। এছাড়াও আমাদের যারা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে, তাঁদের সার্টিফিকেশনের মাধ্যমে ভবিষ্যতের জন্য তৈরি করার বিষয়টি বিবেচনা করা উচিত।’
সভায় উপস্থিত বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা সার্বিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করব। বৃহত্তর উত্তরায় বিএনপি পরিচয়ে যদি কেউ চাঁদাবাজি কিংবা কোনো অপরাধ করে তাহলে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন।’
জামায়াতের উত্তরা পশ্চিম থানা আমির মকবুল আহসান ও জাতীয় পার্টি তুরাগ থানার সভাপতি আলাউদ্দিন আলাল একমত পোষণ করেন।
সভা শেষে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মুখপাত্র লে. কর্নেল তাহসিন বলেন, ‘সবকিছুর পাশাপাশি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির-প্যাগোডা-গির্জা ইত্যাদি স্থাপনা সুরক্ষিত রাখতে হবে।’
সেক্টর ১, ৩, ৫, ৭ (০১৩১৮৩৭১৫৫৪), সেক্টর ৯, ১০, ৪ (০১৩১৮৩৭১৫৫৫), সেক্টর ১২, ১৩, ১৪ (০১৩১৮৩৭১৫৫৬), সেক্টর ১৫, ১৬, ১৭, ১৮ (০১৩১৮৩৭১৫৫৭) সেনাবাহিনীর কল সেন্টারের নম্বরে সুনির্দিষ্ট অভিযোগ প্রদানের জন্য নাগরিকদের আহ্বান জানান লেফটেন্যান্ট কর্নেল তাহসিন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
১১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১৬ মিনিট আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
১ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
১ ঘণ্টা আগে