Ajker Patrika

ঢাবি শিক্ষার্থী ইলমা হত্যা মামলায় স্বামী ইফতেখার কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৪
ঢাবি শিক্ষার্থী ইলমা হত্যা মামলায় স্বামী ইফতেখার কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমা চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী ইফতেখার আবেদীনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

তৃতীয় দফা রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সালাউদ্দিন মোল্লা আসামি ইফতেখারকে আদালতে হাজির করেন। অন্যদিকে ইফতেখারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

২২ ডিসেম্বর তৃতীয় দফা রিমান্ডে নেওয়া হয় ইফতেখারকে। এর আগে ১৯ ডিসেম্বর ইফতেখারকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে ১৫ ডিসেম্বর ইফতেখারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন ইফতেখারকে গ্রেপ্তার করে পুলিশ। 
 
১৪ ডিসেম্বর সন্ধ্যায় গুলশান থানা-পুলিশ গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ইলমা চৌধুরীর মরদেহ উদ্ধার করে। পরে তাঁর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, চলতি বছরের ২ এপ্রিল ইলমা চৌধুরীর সঙ্গে ইফতেখার আবেদীনের বিয়ে হয়। ইলমা চৌধুরীকে বিয়ের পর থেকেই পড়াশোনা বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেন স্বামী ইফতেখার ও তাঁর পরিবারের সদস্যরা। পড়াশোনা বন্ধ করতে রাজি না হওয়ায় ইলমা চৌধুরীকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন তাঁর স্বামী। এদিকে তিন মাস পর স্বামী ইফতেখার কানাডায় চলে যান। সম্প্রতি দেশে ফিরে আবারও ইলমা চৌধুরীর ওপর নির্যাতন শুরু করেন তিনি। 

মামলার এজাহারে আরও বলা হয়, ১৪ ডিসেম্বর ইলমা চৌধুরীকে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ইফতেখার, তাঁর মা শিরিন আমিন ও ইফতেখারের পালক বাবা মোহাম্মদ আমিন পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে শারীরিক নির্যাতন করে হত্যা করেছেন। 

এজাহারে আরও বলা হয়, ইলমা চৌধুরীর নাকে কালচে দাগ, ওপরের ঠোঁট, বাঁ কান, থুতনি, পিঠ, পায়ের আঙুল, পায়ের হাঁটুর নিচে কাটাছেঁড়া ও আঘাতের চিহ্ন ছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত