ঢামেক প্রতিবেদক

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৬) মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা হয়েছে। মৃত ব্যক্তির ছোট ভাই কবির আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেন। আজ মঙ্গলবার এই তথ্য জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি সালাউদ্দিন জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারকে নিয়ে থাকতেন পল্টন বক্স কালভার্ট রোডের একটি ভবনে। তাঁর পরিবার থেকে আমরা জানতে পেরেছি তিনি হৃদ্রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান। মৃত হাসান আহমেদের ভাইয়েরা একটা অভিযোগ করেন। সেটার পরিপ্রেক্ষিতে আজ বেলা দেড়টার দিকে হাসান আহমেদের মৃতদেহ পুলিশ বাসা থেকে উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হাসপাতালে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন হাসান। এই ইন্স্যুরেন্সে তাঁর ৬০ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। রাজধানীতে কয়েকটি আবাসিক ভবন রয়েছে তাঁর। এসব তাঁর পৈতৃক সম্পত্তি।
জান্নাতুল ফেরদৌসী আরও জানান, ২০২০ সালে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাঁর বাম হাত ও বাম পা প্যারালাইজড হয়ে যায়। তখন থেকেই তার সম্পত্তি আত্মসাতের জন্য তাঁর ছোট তিন ভাই ষড়যন্ত্র শুরু করে। আদালতে এ নিয়ে একাধিক মামলাও করে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌসী বলেন, আজ মঙ্গলবার দুপুরে তার জানাজা পড়ানোর কথা ছিল। এর আগে পুলিশ বাসায় গিয়ে জানায়, তাঁর ছোট ভাই কবির আহমেদ মামলা করেছে, মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।
এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসন সুরতহালে রিপোর্টে উল্লেখ করেন, তার শরীরে পুরোনো ঘায়ের দাগ রয়েছে। এ ছাড়া কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত হাসান আহমেদের পরিবার অভিযোগ করেন, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৬) মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা হয়েছে। মৃত ব্যক্তির ছোট ভাই কবির আহমেদ বাদী হয়ে এই মামলাটি করেন। আজ মঙ্গলবার এই তথ্য জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
ওসি সালাউদ্দিন জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারকে নিয়ে থাকতেন পল্টন বক্স কালভার্ট রোডের একটি ভবনে। তাঁর পরিবার থেকে আমরা জানতে পেরেছি তিনি হৃদ্রোগে ভুগছিলেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান। মৃত হাসান আহমেদের ভাইয়েরা একটা অভিযোগ করেন। সেটার পরিপ্রেক্ষিতে আজ বেলা দেড়টার দিকে হাসান আহমেদের মৃতদেহ পুলিশ বাসা থেকে উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হাসপাতালে হাসান আহমেদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসী জানান, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন হাসান। এই ইন্স্যুরেন্সে তাঁর ৬০ শতাংশ শেয়ার রয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত ছিলেন তিনি। রাজধানীতে কয়েকটি আবাসিক ভবন রয়েছে তাঁর। এসব তাঁর পৈতৃক সম্পত্তি।
জান্নাতুল ফেরদৌসী আরও জানান, ২০২০ সালে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাঁর বাম হাত ও বাম পা প্যারালাইজড হয়ে যায়। তখন থেকেই তার সম্পত্তি আত্মসাতের জন্য তাঁর ছোট তিন ভাই ষড়যন্ত্র শুরু করে। আদালতে এ নিয়ে একাধিক মামলাও করে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জান্নাতুল ফেরদৌসী বলেন, আজ মঙ্গলবার দুপুরে তার জানাজা পড়ানোর কথা ছিল। এর আগে পুলিশ বাসায় গিয়ে জানায়, তাঁর ছোট ভাই কবির আহমেদ মামলা করেছে, মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।
এদিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসন সুরতহালে রিপোর্টে উল্লেখ করেন, তার শরীরে পুরোনো ঘায়ের দাগ রয়েছে। এ ছাড়া কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত হাসান আহমেদের পরিবার অভিযোগ করেন, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৮ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে