নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা যখনই সমাজ ও রাষ্ট্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়, পুলিশ তখনই তাদের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধে লিপ্ত থাকে। সেই যুদ্ধে থাকে প্রাণহানির শঙ্কা, ঘটে যায় অনেক ঘটনাও। এতে হয়তো পুলিশ সদস্যরা একজন কমরেডকে হারান, সহকর্মী হারান। কিন্ত পরিবার হারান তাদের প্রিয় মানুষটাকে।’
রাজধানীর মিরপুর-১৪ এর পুলিশ স্টাফ কলেজ কম্পাউন্ডে আজ রোববার নিহত পুলিশ সদস্যদের সম্মানে তৈরি পুলিশ মেমোরিয়ালের উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি।
বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশে চাকরির কারণে যেসব পরিবার ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমাদের সান্ত্বনার ভাষা নেই। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবটুকু ভালোবাসা ও দরদ দিয়ে পুলিশের সেই সব সদস্যদের স্মরণ করছি।’
আইজিপি বলেন, ‘আজ একটি তাৎপর্যময় গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা পুলিশ সার্ভিসের জন্য, বাহিনীর জন্য পুলিশ মেমোরিয়াল উদ্বোধন করলাম। বিভিন্ন দেশেই এমন মেমোরিয়াল হল রয়েছে। যখন যুদ্ধাবস্থা হয় তখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্সেস অংশ নেয়।’
বেনজীর আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী সব দেশেই ডিউটিতে থাকা অবস্থা অনেক পুলিশ সদস্য প্রাণ হারায়। আমরাও প্রতিবছর শত শত সহকর্মীকে হারাই কর্তব্যরত অবস্থায়। করোনার দুই বছরে আমরা ১০৬ জন পুলিশ সদস্যকে হারিয়েছি। হাজার হাজার সদস্য ইনফেকটেড ও অসুস্থ হয়েছে। সুস্থ হয়ে আবার কর্মেও ফিরেছেন। পুলিশ ১৯৭১ সালেও বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে প্রথম বুলেট নিক্ষেপ করেছে। শাহাদাত বরণ করেছে। মানুষের জন্য নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলার জন্য এখনো আত্মোৎসর্গ করছে পুলিশ।’
আইজিপি বলেন, ‘আমাদের এখানে যে মেমোরিয়াল হল ও টাওয়ার নির্মাণ করা হয়েছে, সেখানে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগ করা সদস্যদের নাম থাকবে। তাদের জীবনবৃত্তান্তের আর্কাইভ রয়েছে।’
বেনজীর আহমেদ জানান, ১৯৭১ সালের স্মরণে ৭১ ফিট টাওয়ার নির্মাণ করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দুষ্কৃতিকারীরা যখনই সমাজ ও রাষ্ট্র ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়, পুলিশ তখনই তাদের বিরুদ্ধে ক্রমাগত যুদ্ধে লিপ্ত থাকে। সেই যুদ্ধে থাকে প্রাণহানির শঙ্কা, ঘটে যায় অনেক ঘটনাও। এতে হয়তো পুলিশ সদস্যরা একজন কমরেডকে হারান, সহকর্মী হারান। কিন্ত পরিবার হারান তাদের প্রিয় মানুষটাকে।’
রাজধানীর মিরপুর-১৪ এর পুলিশ স্টাফ কলেজ কম্পাউন্ডে আজ রোববার নিহত পুলিশ সদস্যদের সম্মানে তৈরি পুলিশ মেমোরিয়ালের উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি।
বেনজীর আহমেদ বলেন, ‘পুলিশে চাকরির কারণে যেসব পরিবার ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন সেসব পরিবারের প্রতি আমাদের সান্ত্বনার ভাষা নেই। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সবটুকু ভালোবাসা ও দরদ দিয়ে পুলিশের সেই সব সদস্যদের স্মরণ করছি।’
আইজিপি বলেন, ‘আজ একটি তাৎপর্যময় গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা পুলিশ সার্ভিসের জন্য, বাহিনীর জন্য পুলিশ মেমোরিয়াল উদ্বোধন করলাম। বিভিন্ন দেশেই এমন মেমোরিয়াল হল রয়েছে। যখন যুদ্ধাবস্থা হয় তখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় ডিফেন্স ফোর্সেস অংশ নেয়।’
বেনজীর আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী সব দেশেই ডিউটিতে থাকা অবস্থা অনেক পুলিশ সদস্য প্রাণ হারায়। আমরাও প্রতিবছর শত শত সহকর্মীকে হারাই কর্তব্যরত অবস্থায়। করোনার দুই বছরে আমরা ১০৬ জন পুলিশ সদস্যকে হারিয়েছি। হাজার হাজার সদস্য ইনফেকটেড ও অসুস্থ হয়েছে। সুস্থ হয়ে আবার কর্মেও ফিরেছেন। পুলিশ ১৯৭১ সালেও বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে প্রথম বুলেট নিক্ষেপ করেছে। শাহাদাত বরণ করেছে। মানুষের জন্য নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলার জন্য এখনো আত্মোৎসর্গ করছে পুলিশ।’
আইজিপি বলেন, ‘আমাদের এখানে যে মেমোরিয়াল হল ও টাওয়ার নির্মাণ করা হয়েছে, সেখানে বিভিন্ন সময়ে কর্তব্যরত অবস্থায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় আত্মত্যাগ করা সদস্যদের নাম থাকবে। তাদের জীবনবৃত্তান্তের আর্কাইভ রয়েছে।’
বেনজীর আহমেদ জানান, ১৯৭১ সালের স্মরণে ৭১ ফিট টাওয়ার নির্মাণ করা হয়েছে। পুলিশ মেমোরিয়াল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৩০ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে