নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে আজ শনিবার আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামীও। তবে বড় দুই দল পুলিশের অনুমতি পেলেও জামায়াত তা পায়নি। অনুমতি না পেলেও মতিঝিলে সমাবেশের ঘোষণায় অনড় থাকে জামায়াত।
আজ সকাল থেকেই জামায়াতের নেতা-কর্মীরা মতিঝিল এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নিতে থাকেন। তাঁরা ঢাকার বাইরে থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের মিছিলে মিশে যান। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের কালভার্ট রোডে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করতে দেখা যায়।
সকাল সাড়ে ৭টায় আরামবাগে সাউদিয়া বাস কাউন্টারের সামনে জামায়াতের কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। ভোর থেকেই আরামবাগ মোড় থেকে শাপলা চত্বরে যাওয়ার পথের মুখে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এতে কমলাপুর থেকে আসা পল্টনের সমাবেশমুখী মিছিলগুলো যেতে সমস্যা হচ্ছিল। সকাল থেকেই এই মোড়ে কয়েকবার বসে পড়ার চেষ্টা করেন নয়াপল্টনমুখী নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কমলাপুর দিক থেকে আসা কয়েকটি মিছিলের নেতা-কর্মীরা একযোগে এসব ব্যারিকেড তুলে ফেলেন। পুলিশ তখন শান্ত ও সতর্ক অবস্থানে ছিল। তবে ব্যারিকেড ভাঙার পর নেতা-কর্মীদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন পুলিশ বাঁশির হুইসেল দিয়ে নেতা-কর্মীদের দিকে আগাতে থাকে এবং নেতা-কর্মীরা পেছাতে থাকে।
দুই মিনিটের মধ্যে নেতা-কর্মীদের কয়েক শ গজ দূরে সরিয়ে দেওয়া হয় এবং ব্যারিকেডগুলো আগের স্থানে বসায় পুলিশ।
সকাল সাড়ে ১০টায় দেখা যায় জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী কমলাপুর রোড থেকে অবস্থান নিয়ে আরামবাগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তাঁরা কালিমাখচিত ব্যান্ড মাথায় নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ সময় পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিক আরামবাগ মোড় ও নটর ডেম কলেজের মাঝামাঝি জায়গায় একটি ছোট জটলা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে মিজানুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ।
আটকের সময় আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মিজানুরের। তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। জামায়াতের সমাবেশে এসেছি। আমি জামায়াতের সমর্থক। পুলিশ আমাকে ধাওয়া দিয়েছে, আমি পুলিশের গায়ে হাত তুলিনি।’
সিটিটিসির প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান সকাল ১০টায় বলেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা অপ্রীতিকর কিছু করতে চাইলে প্রতিহত করা হবে।

রাজধানীতে আজ শনিবার আওয়ামী লীগ-বিএনপির পাশাপাশি সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামীও। তবে বড় দুই দল পুলিশের অনুমতি পেলেও জামায়াত তা পায়নি। অনুমতি না পেলেও মতিঝিলে সমাবেশের ঘোষণায় অনড় থাকে জামায়াত।
আজ সকাল থেকেই জামায়াতের নেতা-কর্মীরা মতিঝিল এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নিতে থাকেন। তাঁরা ঢাকার বাইরে থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের মিছিলে মিশে যান। সকালে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের কালভার্ট রোডে জামায়াতের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করতে দেখা যায়।
সকাল সাড়ে ৭টায় আরামবাগে সাউদিয়া বাস কাউন্টারের সামনে জামায়াতের কর্মীরা জড়ো হলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। ভোর থেকেই আরামবাগ মোড় থেকে শাপলা চত্বরে যাওয়ার পথের মুখে ব্যারিকেড দিয়ে রেখেছিল পুলিশ। এতে কমলাপুর থেকে আসা পল্টনের সমাবেশমুখী মিছিলগুলো যেতে সমস্যা হচ্ছিল। সকাল থেকেই এই মোড়ে কয়েকবার বসে পড়ার চেষ্টা করেন নয়াপল্টনমুখী নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের কয়েক দফা উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কমলাপুর দিক থেকে আসা কয়েকটি মিছিলের নেতা-কর্মীরা একযোগে এসব ব্যারিকেড তুলে ফেলেন। পুলিশ তখন শান্ত ও সতর্ক অবস্থানে ছিল। তবে ব্যারিকেড ভাঙার পর নেতা-কর্মীদের মধ্যে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন পুলিশ বাঁশির হুইসেল দিয়ে নেতা-কর্মীদের দিকে আগাতে থাকে এবং নেতা-কর্মীরা পেছাতে থাকে।
দুই মিনিটের মধ্যে নেতা-কর্মীদের কয়েক শ গজ দূরে সরিয়ে দেওয়া হয় এবং ব্যারিকেডগুলো আগের স্থানে বসায় পুলিশ।
সকাল সাড়ে ১০টায় দেখা যায় জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মী কমলাপুর রোড থেকে অবস্থান নিয়ে আরামবাগ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তাঁরা কালিমাখচিত ব্যান্ড মাথায় নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ সময় পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
এদিকে সকাল সাড়ে ৯টার দিক আরামবাগ মোড় ও নটর ডেম কলেজের মাঝামাঝি জায়গায় একটি ছোট জটলা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে মিজানুর রহমান নামে একজনকে আটক করে পুলিশ।
আটকের সময় আজকের পত্রিকার সঙ্গে কথা হয় মিজানুরের। তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। জামায়াতের সমাবেশে এসেছি। আমি জামায়াতের সমর্থক। পুলিশ আমাকে ধাওয়া দিয়েছে, আমি পুলিশের গায়ে হাত তুলিনি।’
সিটিটিসির প্রধান পুলিশের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান সকাল ১০টায় বলেন, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তারা অপ্রীতিকর কিছু করতে চাইলে প্রতিহত করা হবে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
৮ মিনিট আগে
পারিবারিক কলহের জেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে স্ত্রীর নামে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন রাজধানীর উত্তরায় বসবাসরত এক পাকিস্তানি নাগরিক। পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন বলে ফোনে জানিয়েছিলেন।
১২ মিনিট আগে
কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে