Ajker Patrika

এক মাসে ৩৭ নারীর আত্মহত্যা: প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২১: ৫০
এক মাসে ৩৭ নারীর আত্মহত্যা: প্রতিবেদন

এ বছর জানুয়ারি মাসে সারা দেশে আত্মহত্যা করেছে ৩৭ জন নারী। এদের মধ্যে ১২ জনের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে মহিলা পরিষদ।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে মোট ২৪০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৩৮ মেয়েশিশুসহ ৫৪ জন। ৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৬ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন। নারী পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন। এর মধ্যে ৩ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন। এর মধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। 

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন বলছে, গত মাসে ৫ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে। আর একজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৩৬ জন নারীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৮ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে ১ জন। ১ জন কন্যাসহ ৫ জন সাইবার অপরাধের শিকার হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত