উত্তরা (ঢাকা) প্রতিনিধি

প্রতিষ্ঠানের ভুলে দুই ছাত্র এইচএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনায় সংবাদ সম্মেলনে দায় স্বীকার করেছেন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইভানা তালুকদার। উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই প্রতিষ্ঠানে আজ শনিবার (২৮ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এ দায় স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি পুরো দোষ চাপিয়ে দিয়েছেন কলেজের মানবিক বিভাগের শিক্ষক ড. আমিনুর রহমানের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে ইভানা তালুকদার বলেন, ‘প্রশাসনিকভাবে, হ্যাঁ আমার দায় আছে, ঠিক আছে। কিন্তু দায়িত্বটা আমার ক্লাস টিচারের। আমিনুর রহমানের সেকশনে ৮৫ জন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র ঠিক আছে কি না, তা দেখার দায়িত্ব তাঁর। কিন্তু তিনি তা করেননি।’
ইভানা তালুকদার বলেন, ‘নিয়মিত ছাত্রদের নাম বাদ দিয়ে অনিয়মিত ও নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ মাশফিকুল রহমান অনি ও মেহেদি হাসান বাপ্পীর নাম ঢুকিয়ে দেন ওই সহকারী শিক্ষক। এতে ফরম ফিলাপ থেকে বাদ পড়ে যায় সাজ্জাদ হোসেন ও ইয়াছির আরাফাত নামের নিয়মিত দুই শিক্ষার্থী।’
পরীক্ষা দিতে না পারা দুই শিক্ষার্থীকে সকল সহযোগিতার আশ্বাস দিয়ে ইভানা বলেন, ‘যত প্রকার সাহায্য করতে হয়; আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমি সবকিছু করার জন্য প্রস্তুত।’
উল্লেখ্য, উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষা চলাকালে গিয়ে দেখা যায়, সবাই যখন পরীক্ষার হলে, তখন প্রতিষ্ঠানটির মানবিক শাখার আরাফাত ও সাজ্জাদ কেন্দ্রের গেটের সামনে প্রবেশপত্রের আশায় বসে বসে কান্না করছেন। তাঁদের সঙ্গে কান্না করছেন পরিবারের সদস্যরাও।
দুই শিক্ষার্থী ও স্বজনদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলে তাঁরা পরীক্ষা দিতে পারেননি। তাঁরা অভিযোগ করে বলেন, শিক্ষকেরা টাকা খেয়ে আমার ছেলের রোলে অন্যজনকে ঢুকিয়ে দিয়েছেন।

প্রতিষ্ঠানের ভুলে দুই ছাত্র এইচএসসি পরীক্ষা দিতে না পারার ঘটনায় সংবাদ সম্মেলনে দায় স্বীকার করেছেন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইভানা তালুকদার। উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই প্রতিষ্ঠানে আজ শনিবার (২৮ জুন) আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এ দায় স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে তিনি পুরো দোষ চাপিয়ে দিয়েছেন কলেজের মানবিক বিভাগের শিক্ষক ড. আমিনুর রহমানের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে ইভানা তালুকদার বলেন, ‘প্রশাসনিকভাবে, হ্যাঁ আমার দায় আছে, ঠিক আছে। কিন্তু দায়িত্বটা আমার ক্লাস টিচারের। আমিনুর রহমানের সেকশনে ৮৫ জন শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র ঠিক আছে কি না, তা দেখার দায়িত্ব তাঁর। কিন্তু তিনি তা করেননি।’
ইভানা তালুকদার বলেন, ‘নিয়মিত ছাত্রদের নাম বাদ দিয়ে অনিয়মিত ও নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ মাশফিকুল রহমান অনি ও মেহেদি হাসান বাপ্পীর নাম ঢুকিয়ে দেন ওই সহকারী শিক্ষক। এতে ফরম ফিলাপ থেকে বাদ পড়ে যায় সাজ্জাদ হোসেন ও ইয়াছির আরাফাত নামের নিয়মিত দুই শিক্ষার্থী।’
পরীক্ষা দিতে না পারা দুই শিক্ষার্থীকে সকল সহযোগিতার আশ্বাস দিয়ে ইভানা বলেন, ‘যত প্রকার সাহায্য করতে হয়; আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে, আমি সবকিছু করার জন্য প্রস্তুত।’
উল্লেখ্য, উত্তরা ৭ নম্বর সেক্টরের ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষা চলাকালে গিয়ে দেখা যায়, সবাই যখন পরীক্ষার হলে, তখন প্রতিষ্ঠানটির মানবিক শাখার আরাফাত ও সাজ্জাদ কেন্দ্রের গেটের সামনে প্রবেশপত্রের আশায় বসে বসে কান্না করছেন। তাঁদের সঙ্গে কান্না করছেন পরিবারের সদস্যরাও।
দুই শিক্ষার্থী ও স্বজনদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের ভুলে তাঁরা পরীক্ষা দিতে পারেননি। তাঁরা অভিযোগ করে বলেন, শিক্ষকেরা টাকা খেয়ে আমার ছেলের রোলে অন্যজনকে ঢুকিয়ে দিয়েছেন।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
১৯ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে