ঢাবি প্রতিনিধি

ভিসা না পেয়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
তবে উপাচার্য বলছেন, ‘কিছু দুষ্ট লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। গত ১৫ জুন ভিসার আবেদন করেও না পাওয়ায় এই কনফারেন্সে অংশ নিতে পারেননি উপাচার্য। গত সোমবার কানাডার উদ্দেশে যাত্রা করারও কথা ছিল তাঁর।
এসিইউর ওয়েবসাইট থেকে জানা যায়, আজ বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। এতে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে কমনওয়েলথভিত্তিক ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের।
নাম না প্রকাশ করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণ কেউ না। উনি চাইলে সহজে ভিসা পেতে পারেন। সেই জায়গায় এক মাস সময়ের মধ্যেও তিনি কেন ভিসা পেলেন না, তা বোধগম্য নয়।’
ওই শিক্ষক আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি প্রণয়ন করেছে, কানাডা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে সেই নীতিই অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কানাডার ভিসা না পাওয়া ভিসা নীতির ফল কি না, সেটাও দেখা দরকার।’
তবে এ বিষয়ে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটে দেখাচ্ছে প্রক্রিয়াধীন, অথচ এক মাসের মধ্যেও হলো না। বিষয়টি আমার কাছেও অবাক লাগল। কানাডায় আগে আবেদন করিনি। প্রথমবার আবেদন করছি, তাই হয়তো এমন হতে পারে, সময় বেশি লাগছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই-তিন মাসও সময় লাগে।’
‘কিন্তু একশ্রেণির দুষ্ট লোক বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করছে’ বলে জানিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান।

ভিসা না পেয়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
তবে উপাচার্য বলছেন, ‘কিছু দুষ্ট লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। গত ১৫ জুন ভিসার আবেদন করেও না পাওয়ায় এই কনফারেন্সে অংশ নিতে পারেননি উপাচার্য। গত সোমবার কানাডার উদ্দেশে যাত্রা করারও কথা ছিল তাঁর।
এসিইউর ওয়েবসাইট থেকে জানা যায়, আজ বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। এতে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে কমনওয়েলথভিত্তিক ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের।
নাম না প্রকাশ করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণ কেউ না। উনি চাইলে সহজে ভিসা পেতে পারেন। সেই জায়গায় এক মাস সময়ের মধ্যেও তিনি কেন ভিসা পেলেন না, তা বোধগম্য নয়।’
ওই শিক্ষক আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি প্রণয়ন করেছে, কানাডা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে সেই নীতিই অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কানাডার ভিসা না পাওয়া ভিসা নীতির ফল কি না, সেটাও দেখা দরকার।’
তবে এ বিষয়ে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটে দেখাচ্ছে প্রক্রিয়াধীন, অথচ এক মাসের মধ্যেও হলো না। বিষয়টি আমার কাছেও অবাক লাগল। কানাডায় আগে আবেদন করিনি। প্রথমবার আবেদন করছি, তাই হয়তো এমন হতে পারে, সময় বেশি লাগছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই-তিন মাসও সময় লাগে।’
‘কিন্তু একশ্রেণির দুষ্ট লোক বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করছে’ বলে জানিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে