ঢাবি প্রতিনিধি

ভিসা না পেয়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
তবে উপাচার্য বলছেন, ‘কিছু দুষ্ট লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। গত ১৫ জুন ভিসার আবেদন করেও না পাওয়ায় এই কনফারেন্সে অংশ নিতে পারেননি উপাচার্য। গত সোমবার কানাডার উদ্দেশে যাত্রা করারও কথা ছিল তাঁর।
এসিইউর ওয়েবসাইট থেকে জানা যায়, আজ বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। এতে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে কমনওয়েলথভিত্তিক ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের।
নাম না প্রকাশ করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণ কেউ না। উনি চাইলে সহজে ভিসা পেতে পারেন। সেই জায়গায় এক মাস সময়ের মধ্যেও তিনি কেন ভিসা পেলেন না, তা বোধগম্য নয়।’
ওই শিক্ষক আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি প্রণয়ন করেছে, কানাডা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে সেই নীতিই অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কানাডার ভিসা না পাওয়া ভিসা নীতির ফল কি না, সেটাও দেখা দরকার।’
তবে এ বিষয়ে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটে দেখাচ্ছে প্রক্রিয়াধীন, অথচ এক মাসের মধ্যেও হলো না। বিষয়টি আমার কাছেও অবাক লাগল। কানাডায় আগে আবেদন করিনি। প্রথমবার আবেদন করছি, তাই হয়তো এমন হতে পারে, সময় বেশি লাগছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই-তিন মাসও সময় লাগে।’
‘কিন্তু একশ্রেণির দুষ্ট লোক বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করছে’ বলে জানিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান।

ভিসা না পেয়ে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।
তবে উপাচার্য বলছেন, ‘কিছু দুষ্ট লোক এটাকে ভিন্নভাবে প্রচার করছে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) কাউন্সিল কনফারেন্সে যোগ দিতে কানাডায় যাওয়ার কথা ছিল আখতারুজ্জামানের। গত ১৫ জুন ভিসার আবেদন করেও না পাওয়ায় এই কনফারেন্সে অংশ নিতে পারেননি উপাচার্য। গত সোমবার কানাডার উদ্দেশে যাত্রা করারও কথা ছিল তাঁর।
এসিইউর ওয়েবসাইট থেকে জানা যায়, আজ বুধবার (১৯ জুলাই) অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে। এতে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে কমনওয়েলথভিত্তিক ৫০০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের।
নাম না প্রকাশ করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্যেষ্ঠ শিক্ষক আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধারণ কেউ না। উনি চাইলে সহজে ভিসা পেতে পারেন। সেই জায়গায় এক মাস সময়ের মধ্যেও তিনি কেন ভিসা পেলেন না, তা বোধগম্য নয়।’
ওই শিক্ষক আরও বলেন, ‘সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি ভিসা নীতি প্রণয়ন করেছে, কানাডা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে সেই নীতিই অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কানাডার ভিসা না পাওয়া ভিসা নীতির ফল কি না, সেটাও দেখা দরকার।’
তবে এ বিষয়ে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটে দেখাচ্ছে প্রক্রিয়াধীন, অথচ এক মাসের মধ্যেও হলো না। বিষয়টি আমার কাছেও অবাক লাগল। কানাডায় আগে আবেদন করিনি। প্রথমবার আবেদন করছি, তাই হয়তো এমন হতে পারে, সময় বেশি লাগছে। সব প্রক্রিয়া সম্পন্ন করতে অনেকের দুই-তিন মাসও সময় লাগে।’
‘কিন্তু একশ্রেণির দুষ্ট লোক বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করছে’ বলে জানিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে