নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে