নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় শেরপুর-১ (সদর) আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ তিন প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক...
৬ মিনিট আগে
১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৯ ঘণ্টা আগে