নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুদসহ ঋণের ৫১ কোটি টাকা ব্রাক ব্যাংককে পরিশোধ করলে কুষ্টিয়ার ব্যবসায়ী শফিকুল ইসলামকে তাঁর ১২৩ কোটি টাকার সম্পত্তি বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৬ মাসের মধ্যে ব্রাক ব্যাংককের দাবি করা ওই অর্থ পরিশোধ করতে ব্যবসায়ী শফিকুল ইসলামকে বলা হয়েছে। সেইসঙ্গে ওই সম্পত্তি নিলাম ক্রয়কারী ব্যবসায়ী আব্দুর রশিদকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে ব্যবসায়ী শফিকুলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর অর্থ পরিশোধ করতে না পারলে নিলাম কার্যক্রম স্থগিত চেয়ে শফিকুলের পক্ষে হাইকোর্টের রিট খারিজ হয়ে যাবে।
হাইকোর্টের আদেশ ও আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুর রশিদের করা লিভ টু আপিলের শুনানি করে আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ব্যবসায়ী শফিকুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, শফিকুলের কাছে ব্রাক ব্যাংকের দাবি করা ৫১ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই সাড়ে চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। আর এই ৬ মাস হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানান তিনি।
জানা যায়, ব্যবসায়ী শফিকুলের করা রিটের প্রেক্ষিতে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের নিলাম কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা ব্র্যাক ব্যাংককে পরিশোধ করতে বলা হয়। এছাড়া এক বছরের মধ্যে আরও ৬ কোটি টাকা পরিশোধ করতে বলা হয় ঋণগ্রহীতা শফিকুল ইসলামকে। তবে আদালতের আদেশ লঙ্ঘন করে ১৩৩ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয় কুষ্টিয়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের কাছে।
ওই ঘটনায় নিলামের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ব্যবসায়ী শফিকুল। আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এসব আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ব্যবসায়ী আব্দুর রশিদ। যে আবেদনের ওপর আজ শুনানি হয়।

সুদসহ ঋণের ৫১ কোটি টাকা ব্রাক ব্যাংককে পরিশোধ করলে কুষ্টিয়ার ব্যবসায়ী শফিকুল ইসলামকে তাঁর ১২৩ কোটি টাকার সম্পত্তি বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৬ মাসের মধ্যে ব্রাক ব্যাংককের দাবি করা ওই অর্থ পরিশোধ করতে ব্যবসায়ী শফিকুল ইসলামকে বলা হয়েছে। সেইসঙ্গে ওই সম্পত্তি নিলাম ক্রয়কারী ব্যবসায়ী আব্দুর রশিদকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে ব্যবসায়ী শফিকুলকে নির্দেশ দেওয়া হয়েছে। আর অর্থ পরিশোধ করতে না পারলে নিলাম কার্যক্রম স্থগিত চেয়ে শফিকুলের পক্ষে হাইকোর্টের রিট খারিজ হয়ে যাবে।
হাইকোর্টের আদেশ ও আদালত অবমাননার অভিযোগের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুর রশিদের করা লিভ টু আপিলের শুনানি করে আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
ব্যবসায়ী শফিকুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি বলেন, শফিকুলের কাছে ব্রাক ব্যাংকের দাবি করা ৫১ কোটি টাকার মধ্যে ইতিমধ্যেই সাড়ে চার কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা ৬ মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। আর এই ৬ মাস হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে বলে জানান তিনি।
জানা যায়, ব্যবসায়ী শফিকুলের করা রিটের প্রেক্ষিতে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও ভিআইপি ফ্লাওয়ার মিলের নিলাম কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা ব্র্যাক ব্যাংককে পরিশোধ করতে বলা হয়। এছাড়া এক বছরের মধ্যে আরও ৬ কোটি টাকা পরিশোধ করতে বলা হয় ঋণগ্রহীতা শফিকুল ইসলামকে। তবে আদালতের আদেশ লঙ্ঘন করে ১৩৩ কোটি টাকার সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয় কুষ্টিয়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আব্দুল রশিদের মালিকানাধীন রশিদ এন্টারপ্রাইজের কাছে।
ওই ঘটনায় নিলামের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ব্যবসায়ী শফিকুল। আদালত অবমাননার আবেদনের প্রেক্ষিতে ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এসব আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ব্যবসায়ী আব্দুর রশিদ। যে আবেদনের ওপর আজ শুনানি হয়।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১৬ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
২০ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
২০ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
২৪ মিনিট আগে