Ajker Patrika

জুলাই–আগস্টের গণহত্যা: হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২০: ৩৯
জুলাই–আগস্টের গণহত্যা: হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে রুল 

জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, প্রতিরক্ষাসচিব, আইনসচিব, সমাজকল্যাণসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সোলায়মান তুষার। সঙ্গে ছিলেন আইনজীবী নাঈম হোসেন অয়ন, খায়রুল বাশার, বায়েজীদ হোসাইন ও ব্যারিস্টার মাহদী জামান (বনি)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ৪ আগস্ট ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি) ও অ্যাডভোকেট খায়রুল বাশার রিটটি করেন।

রিটে আন্দোলনে নিহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা এবং আহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত