নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের শনাক্ত ও আইনের আওতায় না আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির আয়োজিত এক মানববন্ধনে ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুষ্কৃতকারীদের মোটরসাইকেলের নম্বরপ্লেট থাকা সত্ত্বেও পুলিশ এখনো তাদের শনাক্ত করতে পারেনি। তাঁরা দাবি করেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ব্যবসায়ী এমন হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
স্বর্ণ ব্যবসায়ীরা আরও বলেন, ‘টাকা পাঠানোর মেসেজ চেক করলে আসামিদের শনাক্ত করা সম্ভব। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় আমরা হতাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ব্যবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে গুলি করে তাঁর কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা রামপুরা থানায় মামলা করেন। মামলায় ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে হত্যাচেষ্টা ও স্বর্ণ লুটের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার এক সপ্তাহ পার হলেও দোষীদের শনাক্ত ও আইনের আওতায় না আনার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বর্ণ ব্যবসায়ীরা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির আয়োজিত এক মানববন্ধনে ব্যবসায়ীরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. ইদ্রিস মিয়াসহ অন্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, দুষ্কৃতকারীদের মোটরসাইকেলের নম্বরপ্লেট থাকা সত্ত্বেও পুলিশ এখনো তাদের শনাক্ত করতে পারেনি। তাঁরা দাবি করেন, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ব্যবসায়ী এমন হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
স্বর্ণ ব্যবসায়ীরা আরও বলেন, ‘টাকা পাঠানোর মেসেজ চেক করলে আসামিদের শনাক্ত করা সম্ভব। কিন্তু পুলিশের নিষ্ক্রিয়তায় আমরা হতাশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে ব্যবসায়ী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে গুলি করে তাঁর কাছ থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা রামপুরা থানায় মামলা করেন। মামলায় ছয় থেকে সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঢাকার সাভার থানা কমপ্লেক্সের ১০০ গজের মধ্যে একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুটি পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরের পর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
২৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
৩৯ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৩৯ মিনিট আগে