নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আট ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করলো নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনের সহিংসতায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরু থেকেই সহিংস ঘটনায় নিহতের দায় না নেওয়ার কথা জানিয়ে আসে ইসি। বরাবরই দুঃখপ্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অষ্টম ধাপের ভোটগ্রহণের পর এক শ জনের মৃত্যুর তথ্য দিয়ে ফের দুঃখ প্রকাশই করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ জন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছে।
অশোক কুমার আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান একটি মহা কর্মযজ্ঞ। এতে ব্যাপক জনবলের সম্পৃক্ততা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি, র্যাব, কোস্ট-গার্ড, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট আটটি ধাপে মোট চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে ৭২.২০ শতাংশ ভোট পড়েছে বলে জানান এই অতিরিক্ত সচিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের ধীর গতির বিষয়ে কারিগরি কমিটির বৈঠক হয়েছে আজ। ইভিএমের কারিগরি বিষয়ের সঙ্গে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, তাঁরা মতামত দিয়েছেন। তাঁরা বলেছেন, ইভিএমে ভোট দিতে প্রথম ধাপে ফিঙ্গার না মিললে ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় নেয়। তারপর আবার ফিঙ্গার দিতে হয়। এ জন্য ইভিএমে ভোটগ্রহণে দেরি হচ্ছে। বাস্তবিক অর্থে মেশিনের কারণে কোনো ধীর গতি হচ্ছে না।
এ সময় ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান ও যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান উপস্থিত ছিলেন।

আট ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করলো নির্বাচন কমিশন (ইসি)। এসব নির্বাচনের সহিংসতায় শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। শুরু থেকেই সহিংস ঘটনায় নিহতের দায় না নেওয়ার কথা জানিয়ে আসে ইসি। বরাবরই দুঃখপ্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অষ্টম ধাপের ভোটগ্রহণের পর এক শ জনের মৃত্যুর তথ্য দিয়ে ফের দুঃখ প্রকাশই করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপরও কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে। এতে কিছু প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এ জন্য নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করছে।
অশোক কুমার আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান একটি মহা কর্মযজ্ঞ। এতে ব্যাপক জনবলের সম্পৃক্ততা রয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় ও এর মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, বিজিবি, র্যাব, কোস্ট-গার্ড, আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট আটটি ধাপে মোট চার হাজার ১৩৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে ৭২.২০ শতাংশ ভোট পড়েছে বলে জানান এই অতিরিক্ত সচিব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএমের ধীর গতির বিষয়ে কারিগরি কমিটির বৈঠক হয়েছে আজ। ইভিএমের কারিগরি বিষয়ের সঙ্গে যারা প্রথম থেকে জড়িত ছিলেন, তাঁরা মতামত দিয়েছেন। তাঁরা বলেছেন, ইভিএমে ভোট দিতে প্রথম ধাপে ফিঙ্গার না মিললে ৩০ থেকে ৪০ সেকেন্ড সময় নেয়। তারপর আবার ফিঙ্গার দিতে হয়। এ জন্য ইভিএমে ভোটগ্রহণে দেরি হচ্ছে। বাস্তবিক অর্থে মেশিনের কারণে কোনো ধীর গতি হচ্ছে না।
এ সময় ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান ও যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান উপস্থিত ছিলেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে