আজকের পত্রিকা ডেস্ক

জাতীয় পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী গ্রাফিতি’ বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা ও হাইকোর্ট মোড়ে পুলিশের লাঠিপেটার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করেন।
আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরপর দুই দিন দুটি স্থানে হামলা ও লাঠিপেটার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা এই দাবি করেছেন।
বিক্ষোভ সমাবেশে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মেটাচ্ছে, এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কোনো পদক্ষেপ না নিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’
তাসনিম বিন মাহফুজ আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হামলা চালিয়েছে। এসবের কোনো বিচার হচ্ছে না। পুলিশকে এই অনুমতি কে দিয়েছে! পুলিশের এ রকম ফ্যাসিবাদী আচরণ বন্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। যে উপদেষ্টা তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না, তাঁর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জেনারেল সেক্রেটারি এস এম তানিম, নির্বাহী সদস্য তৌকির উদ্দিন, মোয়াজ আব্দুল্লাহ প্রমুখ।
জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার কোনো বিচার এখনো হয়নি। পুলিশের কাজ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, অথচ পুলিশের কাছে মানুষ অনিরাপদ। পুলিশের সংস্কার নিয়েও আমাদের কথা বলতে হবে, তারা এখনো ফ্যাসিবাদী কায়দায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এসবের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
বিক্ষোভ সমাবেশ অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী গ্রাফিতি’ বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলে এনসিটিবির সামনে শিক্ষার্থীদের বিক্ষোভে হামলা ও হাইকোর্ট মোড়ে পুলিশের লাঠিপেটার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় তাঁরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকাও দাহ করেন।
আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’-এর ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়।
পরপর দুই দিন দুটি স্থানে হামলা ও লাঠিপেটার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা এই দাবি করেছেন।
বিক্ষোভ সমাবেশে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ বলেন, ‘পুলিশ জুলাইয়ের ব্যর্থতার ক্ষোভ এখনো মেটাচ্ছে, এসবের দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কোনো পদক্ষেপ না নিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনতে হবে।’
তাসনিম বিন মাহফুজ আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার অপরাধই যথেষ্ট। পুলিশ এর আগেও প্রথম আলো অফিসের সামনে নিরস্ত্র মানুষের ওপর হামলা চালিয়েছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হামলা চালিয়েছে। এসবের কোনো বিচার হচ্ছে না। পুলিশকে এই অনুমতি কে দিয়েছে! পুলিশের এ রকম ফ্যাসিবাদী আচরণ বন্ধের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারছেন না। যে উপদেষ্টা তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না, তাঁর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই।’

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জেনারেল সেক্রেটারি এস এম তানিম, নির্বাহী সদস্য তৌকির উদ্দিন, মোয়াজ আব্দুল্লাহ প্রমুখ।
জেনারেল সেক্রেটারি এস এম তানিম বলেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার ওপর পুলিশি হামলার কোনো বিচার এখনো হয়নি। পুলিশের কাজ হলো মানুষের নিরাপত্তা দেওয়া, অথচ পুলিশের কাছে মানুষ অনিরাপদ। পুলিশের সংস্কার নিয়েও আমাদের কথা বলতে হবে, তারা এখনো ফ্যাসিবাদী কায়দায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এসবের দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’
বিক্ষোভ সমাবেশ অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের নেতা-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। পরে নির্বাচন কমিশনে আপিল করলে ওই রায় এখনো অপেক্ষমাণ রয়েছে।
৭ মিনিট আগে
রাজধানীর গুলশান কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া একটি পারলারে ও বারে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৪৪ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
২ ঘণ্টা আগে