নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন কর্তৃক নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশের কয়েক দিনের মধ্যে ফরম সংগ্রহ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ফরম সংগ্রহ করেন।
এবি পার্টির নেতারা ইসি সচিবালয়ে গেলে উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ) আবদুল হালিম খান তাঁদের স্বাগত জানান।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ইসির উপসচিব রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ফরম-১ হস্তান্তর করে এ–সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। পার্টির প্রতিনিধিদল নিবন্ধনের অনেক শর্তকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সেগুলো সংশোধনের পরামর্শ দেন।
এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, নিবন্ধনের শর্তে দলের নামে জেলা-উপজেলায় অফিস ভাড়ার চুক্তিপত্র ও ব্যাংক হিসাব খোলার কথা আছে। অথচ দলের নামে ব্যাংক হিসাব খোলা বা অফিস ভাড়া নিতে গেলে দলের নিবন্ধন ছাড়া কোনো ব্যাংক হিসাব খুলতে ও ভূমির মালিক অফিস ভাড়া দিতে রাজি হয় না।
নেতৃবৃন্দ আরও বলেন, নিবন্ধনের শর্তে এক-তৃতীয়াংশ জেলা ও উপজেলায় কমিটি ও ২০০ করে ভোটারের সম্মতির প্রমাণ পত্র উপস্থাপনের কথা বলা হয়েছে অথচ আমরা জেলা-উপজেলা পর্যায়ে দলের সদস্য সংগ্রহের জন্য রাজনৈতিক সভা করতে গেলে বহু জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সভা করতে বাঁধা দেয়। তারা বলে নিবন্ধন না থাকলে সভা করার অনুমতি দেওয়া হবে না।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সভা সমাবেশ ও স্বাধীন মত প্রকাশ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সেখানে পুলিশি অনুমতির কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের এই সকল প্রহসনমূলক শর্ত ও নীতিমালাকে সংশোধন ও সহজতর করার দাবি জানান।
প্রতিনিধিদলে নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক ও উপ-কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, উপ-কমিটির সদস্য শাহ আব্দুর রহমান ও মোহাম্মদ প্রিন্স।

নির্বাচন কমিশন কর্তৃক নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশের কয়েক দিনের মধ্যে ফরম সংগ্রহ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল রোববার দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে ফরম সংগ্রহ করেন।
এবি পার্টির নেতারা ইসি সচিবালয়ে গেলে উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ) আবদুল হালিম খান তাঁদের স্বাগত জানান।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ইসির উপসচিব রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ফরম-১ হস্তান্তর করে এ–সম্পর্কিত বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন। পার্টির প্রতিনিধিদল নিবন্ধনের অনেক শর্তকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে সেগুলো সংশোধনের পরামর্শ দেন।
এবি পার্টির পক্ষ থেকে বলা হয়, নিবন্ধনের শর্তে দলের নামে জেলা-উপজেলায় অফিস ভাড়ার চুক্তিপত্র ও ব্যাংক হিসাব খোলার কথা আছে। অথচ দলের নামে ব্যাংক হিসাব খোলা বা অফিস ভাড়া নিতে গেলে দলের নিবন্ধন ছাড়া কোনো ব্যাংক হিসাব খুলতে ও ভূমির মালিক অফিস ভাড়া দিতে রাজি হয় না।
নেতৃবৃন্দ আরও বলেন, নিবন্ধনের শর্তে এক-তৃতীয়াংশ জেলা ও উপজেলায় কমিটি ও ২০০ করে ভোটারের সম্মতির প্রমাণ পত্র উপস্থাপনের কথা বলা হয়েছে অথচ আমরা জেলা-উপজেলা পর্যায়ে দলের সদস্য সংগ্রহের জন্য রাজনৈতিক সভা করতে গেলে বহু জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ সভা করতে বাঁধা দেয়। তারা বলে নিবন্ধন না থাকলে সভা করার অনুমতি দেওয়া হবে না।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সভা সমাবেশ ও স্বাধীন মত প্রকাশ প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সেখানে পুলিশি অনুমতির কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের এই সকল প্রহসনমূলক শর্ত ও নীতিমালাকে সংশোধন ও সহজতর করার দাবি জানান।
প্রতিনিধিদলে নেতৃবৃন্দের মাঝে আরও উপস্থিত ছিলেন দলের দপ্তর সম্পাদক ও উপ-কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, উপ-কমিটির সদস্য শাহ আব্দুর রহমান ও মোহাম্মদ প্রিন্স।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৫ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে