নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যসচিবের নেতৃত্বে কিছু সদস্য। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন আহ্বায়ক।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন একই সংগঠনের আহ্বায়ক মো. সাহিনুল ইসলাম।
আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে কতিপয় কর্মকর্তা গতকাল ১৫ মার্চ ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। এটি বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে করা হয়নি। সংবাদ সম্মেলনটি একতরফাভাবে করা হয়েছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারের অপব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ কৃষিবিদদের মধ্যে শুধু বিভক্তিই সৃষ্টি করবে না; বরং কৃষি উপদেষ্টার কাছে ভুল বার্তা যাবে। এটি সচেতন কৃষিবিদদের কাম্য হতে পারে না। পূর্ণাঙ্গ ফোরামে আলোচনা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মো. সাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ সম্মেলনে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের মতামত ও অংশগ্রহণ ছিল না এবং আমরা এ কর্মসূচির সঙ্গে একমত নই। ভবিষ্যৎ এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নেব।’
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে করা সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একই ব্যানারে রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক এ ধরনের বিবৃতি দিতে পারেন না। কারণ সংগঠনের ৩১ সদস্যের মধ্যে ২২ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।’

বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এদিকে কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করতে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের সদস্যসচিবের নেতৃত্বে কিছু সদস্য। অন্যদিকে পাল্টা বিবৃতি দিয়ে এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন আহ্বায়ক।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসর মুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন একই সংগঠনের আহ্বায়ক মো. সাহিনুল ইসলাম।
আজ রোববার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারে কতিপয় কর্মকর্তা গতকাল ১৫ মার্চ ‘কৃষি সেক্টরকে ফ্যাসিস্টের দোসরমুক্ত করে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা’ শীর্ষক একটি সংবাদ সম্মেলন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। এটি বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলিত সিদ্ধান্তের আলোকে করা হয়নি। সংবাদ সম্মেলনটি একতরফাভাবে করা হয়েছে। বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের ব্যানারের অপব্যবহার করে সংবাদ সম্মেলন আয়োজন করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাধারণ কৃষিবিদদের মধ্যে শুধু বিভক্তিই সৃষ্টি করবে না; বরং কৃষি উপদেষ্টার কাছে ভুল বার্তা যাবে। এটি সচেতন কৃষিবিদদের কাম্য হতে পারে না। পূর্ণাঙ্গ ফোরামে আলোচনা ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মো. সাহিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ সম্মেলনে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশনের অধিকাংশ সদস্যের মতামত ও অংশগ্রহণ ছিল না এবং আমরা এ কর্মসূচির সঙ্গে একমত নই। ভবিষ্যৎ এ ধরনের অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অ্যাসোসিয়েশনের সদস্যদের আহ্বান জানিয়েছি। এ বিষয়ে আমরা পরবর্তী সময়ে সাংগঠনিক মিটিং করে সিদ্ধান্ত নেব।’
বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের ব্যানারে করা সংবাদ সম্মেলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবি জানানো হয়। একই ব্যানারে রোববার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মো. রেজাউল ইসলাম (মুকুল)। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আহ্বায়ক এ ধরনের বিবৃতি দিতে পারেন না। কারণ সংগঠনের ৩১ সদস্যের মধ্যে ২২ জন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৪ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৫ ঘণ্টা আগে