নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্রদের দাবির মুখে বাসে হাফ পাস কার্যকর হয়েছে বুধবার সকাল থেকেই। সারা দেশে ছাত্রদের জন্য বাসে হাফ পাস চালুর দাবি থাকলেও শুধু রাজধানীতে শর্ত সাপেক্ষে হাফ পাস চালু করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র-ছাত্রীরা। বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন বাস মালিকদের নির্দেশে তাঁরা শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া রাখছে।
আজ বুধবার রাজধানীর সিটি কলেজ, সাইন্সল্যাব, ঢাকা কলেজ ও নীলক্ষেত এলাকায় ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের ঝামেলা করছে না।
সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আরাফাত রহমান বলেন, ‘সকালে ফার্মগেট থেকে সাইন্সল্যাব এসেছি। ছাত্র পরিচয় দেওয়ায় বাসে হাফ পাস রেখেছে। কোনো ধরনের ঝামেলা হয়নি।’
একই কলেজের শিক্ষার্থী রোহান, সামী ও আদনান অভিযোগ করেন, ভাংতি টাকার অজুহাতে কোথাও কোথাও মূল ভাড়ার অর্ধেকের চেয়ে দুই থেকে তিন টাকা করে বেশি রাখা হচ্ছে।
ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ রহমান বলেন, ‘ছাত্র পরিচয় দিলে হাফ ভাড়া রাখছে, কোনো ঝামেলা করছে না। তবে আমরা তো সারা দেশের ছাত্রদের জন্য বাসে চলাচলের ক্ষেত্রে হাফ পাস দাবি করেছিলাম। সেটা না মেনে শর্ত দিয়ে শুধু ঢাকার ছাত্রদের জন্য হাফ পাস চালু করায় খুশি হতে পারছি না। কৌশলে ছাত্রদের দাবিকে অর্ধেক মেনে নিয়ে একটা অন্য রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে।’
আজিমপুর থেকে উত্তরা সড়কে চলাচল করা বিকাশ পরিবহনের এক চালকের সহকারী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা হাফ ভাড়া রাখছি। ছাত্রদের জন্য ৪০ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে, ২০ টাকার ভাড়া ১০ টাকা রাখা হচ্ছে। ছাত্ররা কোনো ঝামেলা করছে না, পরিচয় দিলে আমরা হাফ ভাড়া রাখছি।’
একই সড়কে চলাচল করা ভিআইপি পরিবহনের চালক আব্দুর রহিম জানান, ‘আমরা হাফ পাস রাখতেছি, আজ এখন পর্যন্ত কোনো ছাত্র গ্যাঞ্জাম করেনি।’
সকাল ১১টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউ মার্কেটসহ শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তখন পর্যন্ত চলমান আন্দোলনের জন্য কোনো ছাত্র–ছাত্রীদের সড়কে নামতে দেখা যায়নি।

ছাত্রদের দাবির মুখে বাসে হাফ পাস কার্যকর হয়েছে বুধবার সকাল থেকেই। সারা দেশে ছাত্রদের জন্য বাসে হাফ পাস চালুর দাবি থাকলেও শুধু রাজধানীতে শর্ত সাপেক্ষে হাফ পাস চালু করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র-ছাত্রীরা। বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন বাস মালিকদের নির্দেশে তাঁরা শিক্ষার্থীদের থেকে হাফ ভাড়া রাখছে।
আজ বুধবার রাজধানীর সিটি কলেজ, সাইন্সল্যাব, ঢাকা কলেজ ও নীলক্ষেত এলাকায় ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে এবং কোনো ধরনের ঝামেলা করছে না।
সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র আরাফাত রহমান বলেন, ‘সকালে ফার্মগেট থেকে সাইন্সল্যাব এসেছি। ছাত্র পরিচয় দেওয়ায় বাসে হাফ পাস রেখেছে। কোনো ধরনের ঝামেলা হয়নি।’
একই কলেজের শিক্ষার্থী রোহান, সামী ও আদনান অভিযোগ করেন, ভাংতি টাকার অজুহাতে কোথাও কোথাও মূল ভাড়ার অর্ধেকের চেয়ে দুই থেকে তিন টাকা করে বেশি রাখা হচ্ছে।
ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র শুভ রহমান বলেন, ‘ছাত্র পরিচয় দিলে হাফ ভাড়া রাখছে, কোনো ঝামেলা করছে না। তবে আমরা তো সারা দেশের ছাত্রদের জন্য বাসে চলাচলের ক্ষেত্রে হাফ পাস দাবি করেছিলাম। সেটা না মেনে শর্ত দিয়ে শুধু ঢাকার ছাত্রদের জন্য হাফ পাস চালু করায় খুশি হতে পারছি না। কৌশলে ছাত্রদের দাবিকে অর্ধেক মেনে নিয়ে একটা অন্য রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে।’
আজিমপুর থেকে উত্তরা সড়কে চলাচল করা বিকাশ পরিবহনের এক চালকের সহকারী মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা হাফ ভাড়া রাখছি। ছাত্রদের জন্য ৪০ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া হচ্ছে, ২০ টাকার ভাড়া ১০ টাকা রাখা হচ্ছে। ছাত্ররা কোনো ঝামেলা করছে না, পরিচয় দিলে আমরা হাফ ভাড়া রাখছি।’
একই সড়কে চলাচল করা ভিআইপি পরিবহনের চালক আব্দুর রহিম জানান, ‘আমরা হাফ পাস রাখতেছি, আজ এখন পর্যন্ত কোনো ছাত্র গ্যাঞ্জাম করেনি।’
সকাল ১১টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, সাইন্সল্যাব, নিউ মার্কেটসহ শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক ছিল। তখন পর্যন্ত চলমান আন্দোলনের জন্য কোনো ছাত্র–ছাত্রীদের সড়কে নামতে দেখা যায়নি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে