নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত দুজনের মধ্যে উপপরিদর্শক মেরাজুল ইসলাম সোহাগকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় আজ রোববার দুপুরে ভুক্তভোগী সোনারগাঁ থানার উপপরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—আমিন (৪০), হাফিজ উদ্দিন (৪৬), বিনা বেগম (৪১), আছমা (৩৮), আব্দুল আউয়াল (৭৪), শরীফ (২২) ও আরমান (২৪)।
মামলার এজাহারের বলা হয়, ‘একটি মারামারির মামলায় আসামি আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল শুক্রবার দুপুরে কাঁচপুর সংলগ্ন সিনহা গার্মেন্টসের সামনে থেকে আমিনকে গ্রেপ্তার করেন উপপরিদর্শক ফারুক হোসেন ও মিরাজুল ইসলাম সোহাগ। এ সময় আমিনের দেহ তল্লাশি করে পুলিশভ্যানে ওঠানোর সময়ে সে দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে ধাওয়া করে রূপগঞ্জের যাত্রামুড়া ব্রিজ এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিনের ভাই-বোন ও আত্মীয়রা পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। পরে আসামি আমিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। সেই সঙ্গে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ওয়ারলেস ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে উপপরিদর্শক ফারুক হোসেন ও মিরাজুল ইসলাম সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পুলিশ কর্মকর্তা মেরাজুল ইসলাম সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘একটি মারামারির মামলায় আসামি আমিনকে গ্রেপ্তার করতে গিয়ে মারধরের শিকার হয় দুই কর্মকর্তা। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত দুজনের মধ্যে উপপরিদর্শক মেরাজুল ইসলাম সোহাগকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় আজ রোববার দুপুরে ভুক্তভোগী সোনারগাঁ থানার উপপরিদর্শক ফারুক হোসেন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—আমিন (৪০), হাফিজ উদ্দিন (৪৬), বিনা বেগম (৪১), আছমা (৩৮), আব্দুল আউয়াল (৭৪), শরীফ (২২) ও আরমান (২৪)।
মামলার এজাহারের বলা হয়, ‘একটি মারামারির মামলায় আসামি আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল শুক্রবার দুপুরে কাঁচপুর সংলগ্ন সিনহা গার্মেন্টসের সামনে থেকে আমিনকে গ্রেপ্তার করেন উপপরিদর্শক ফারুক হোসেন ও মিরাজুল ইসলাম সোহাগ। এ সময় আমিনের দেহ তল্লাশি করে পুলিশভ্যানে ওঠানোর সময়ে সে দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে তাঁকে ধাওয়া করে রূপগঞ্জের যাত্রামুড়া ব্রিজ এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিনের ভাই-বোন ও আত্মীয়রা পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। পরে আসামি আমিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। সেই সঙ্গে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি ওয়ারলেস ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে উপপরিদর্শক ফারুক হোসেন ও মিরাজুল ইসলাম সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত পুলিশ কর্মকর্তা মেরাজুল ইসলাম সোহাগের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘একটি মারামারির মামলায় আসামি আমিনকে গ্রেপ্তার করতে গিয়ে মারধরের শিকার হয় দুই কর্মকর্তা। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
২৮ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
১ ঘণ্টা আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে