শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দিতে সত্তরোর্ধ্ব নানাকে ভর্তি করিয়েছিল স্কুলছাত্র জিহাদ হাওলাদারের স্বজনেরা। সেখানে চিকিৎসা মেলেনি নানার। বরং নির্দয় চিকিৎসক ডা. তারিকুল ইসলাম ও তাঁর সহকর্মীদের মারধরের শিকার হয়ে জেল খাটতে হয় কিশোর জিহাদকে। অবশেষে বাঁচেনি তাঁর নানাও। এক সপ্তাহ পর নানার লাশ নিয়ে গতকাল সোমবার ঢাকা থেকে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরছে জিহাদ।
মারধর আর হাজতবাস কিছুরই এখন আর বিচার চায় না জিহাদ ও তাঁর স্বজনেরা। কেবল নানাকে হারিয়ে শোকাহত বরিশাল নগরের কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জিহাদের।
জিহাদের মা জেছমিন আক্তার কান্নায় ভেঙে পরেন। তিনি বলেন, ‘তাঁর বাবা ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে আজ সোমবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন। ছেলে জিহাদ নানার কাছে আছে। কখন কীভাবে লাশ নিয়ে গ্রামের বাড়ি উজিরপুরে ফিরবে তা এখনো জানি না।’
তিনি অসন্তোষ প্রকাশ করে আরও বলেন, ‘বাবার চিকিৎসা শেবাচিমে হলো না। বরং শিশু সন্তানকে জেল খাটতেও হয়েছে। কিন্তু এরপরও তাঁরা বিচার চান না, বরং মিথ্যা মামলা থেকে ছেলের রেহাই চাই।’
জিহাদের এক খালা বলেন, ‘নানাকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েছে জিহাদ। আক্ষেপের শেষ নেই তার।’
মৃত শাজাহান রাঢ়ী উজিরপুরের সাবেক একজন ইউপি সদস্য ছিলেন। তাঁর স্বজনেরা মনে করেন, শেবাচিম হাসপাতালে শাজাহান রাঢ়ী চিকিৎসা বঞ্চিত হয়েছেন।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ শেবাচিম হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয় সাবেক ইউপি সদস্য শাজহানকে। সেখানে চিকিৎসা সেবাবঞ্চিত হওয়ায় নাতি জিহাদ ও এক জামাতা জাহাঙ্গীরের সঙ্গে হাতাহাতি হয় কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলামের। ওই রাতে জিহাদকে হাসপাতালে আটকে নির্যাতন করে ডা. তারিকুল ও তাঁর আত্মীয়রা। পরে পুলিশে ধরিয়ে দেওয়া হয় কিশোর জিহাদকে। তাঁর বিরুদ্ধে থানায় মামলাও দায়ের করা হয়। ৪৮ ঘণ্টা পর জামিনে মুক্তি পায় জিহাদ।

দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে বিল্লালকে আজ আদালতে হাজির করে তেজগাঁও থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। এরপর তাঁকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। সেখানে তিনি স্বীকারোক্তি দিতে রাজি হননি। হত্যাকাণ্ডের দায় না নেওয়ায় ফের এই আসামিকে...
৬ মিনিট আগে
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১৭ মিনিট আগে