নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি

একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। সেই মামলায় ঋণ গ্রহীতার দুই শিশু পুত্রসহ তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনাটি ঢাকার আশুলিয়া থানা এলাকার।
পুলিশ ও গ্রেপ্তার হওয়া ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, বছরখানেক আগে মনির হোসেন নামে এক ব্যবসায়ী ‘দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক কো-অপারেটিভ লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের আশুলিয়ার পল্লিবিদ্যুৎ শাখা থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋণ নেন। এরপর পর্যায়ক্রমে তিনি ওই ঋণের ২ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। সুদসহ বাকি টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর স্ত্রী হানিয়া বেগমের নামে আদালতে মামলা করা হয়। ওই মামলায় আশুলিয়া থানার পুলিশ হানিয়া বেগমকে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর আড়াই বছর ও ১৪ মাসের দুই শিশু পুত্রকেও মায়ের সঙ্গে থানায় নেওয়া হয়। আজ বুধবার দুই শিশু পুত্রসহ হানিয়া বেগমকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘হানিয়া বেগমের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তার দুই শিশু সন্তানও রয়েছে, তাঁরা বুকের দুধ খায় তাই তাঁদেরও মায়ের সঙ্গে থানায় আনা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়।’
মনির হোসেন বলেন, ‘ঋণ নিয়েছি আমি, আমাকে গ্রেপ্তার না করে, তাঁরা আমার স্ত্রী-সন্তানকে গ্রেপ্তার করেছে।’
তিনি আরও বলেন, ‘ছোট্ট ব্যবসা করতাম। লোকসানের মুখে পড়ায় কিস্তি দিতে কিছুটা সময় নিচ্ছি।’
জানতে চাইলে হানিয়া বেগম বলেন, ‘আমি জানি না, কেন আমাকে গ্রেপ্তার করেছে। শুধু শুনেছি আমার স্বামী কিস্তি দিতে পারে নাই। তাই তাঁরা আমার নামে মামলা দিয়েছে। অথচ আমি কোনো এনজিও থেকে টাকাই তুলিনি। তাঁরা স্বামীকে কিছু না বলে আমাকে ধরে এনেছেন।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাতেই বলেন, ‘আমি বিস্তারিত জানি না। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। সেই মামলায় ঋণ গ্রহীতার দুই শিশু পুত্রসহ তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে আজ বুধবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। ঘটনাটি ঢাকার আশুলিয়া থানা এলাকার।
পুলিশ ও গ্রেপ্তার হওয়া ওই নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, বছরখানেক আগে মনির হোসেন নামে এক ব্যবসায়ী ‘দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক কো-অপারেটিভ লিমিটেড’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের আশুলিয়ার পল্লিবিদ্যুৎ শাখা থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা ঋণ নেন। এরপর পর্যায়ক্রমে তিনি ওই ঋণের ২ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। সুদসহ বাকি টাকা পরিশোধ করতে না পারায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাঁর স্ত্রী হানিয়া বেগমের নামে আদালতে মামলা করা হয়। ওই মামলায় আশুলিয়া থানার পুলিশ হানিয়া বেগমকে গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ সময় তাঁর আড়াই বছর ও ১৪ মাসের দুই শিশু পুত্রকেও মায়ের সঙ্গে থানায় নেওয়া হয়। আজ বুধবার দুই শিশু পুত্রসহ হানিয়া বেগমকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেওয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ‘হানিয়া বেগমের নামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তার দুই শিশু সন্তানও রয়েছে, তাঁরা বুকের দুধ খায় তাই তাঁদেরও মায়ের সঙ্গে থানায় আনা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়।’
মনির হোসেন বলেন, ‘ঋণ নিয়েছি আমি, আমাকে গ্রেপ্তার না করে, তাঁরা আমার স্ত্রী-সন্তানকে গ্রেপ্তার করেছে।’
তিনি আরও বলেন, ‘ছোট্ট ব্যবসা করতাম। লোকসানের মুখে পড়ায় কিস্তি দিতে কিছুটা সময় নিচ্ছি।’
জানতে চাইলে হানিয়া বেগম বলেন, ‘আমি জানি না, কেন আমাকে গ্রেপ্তার করেছে। শুধু শুনেছি আমার স্বামী কিস্তি দিতে পারে নাই। তাই তাঁরা আমার নামে মামলা দিয়েছে। অথচ আমি কোনো এনজিও থেকে টাকাই তুলিনি। তাঁরা স্বামীকে কিছু না বলে আমাকে ধরে এনেছেন।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাতেই বলেন, ‘আমি বিস্তারিত জানি না। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে ওই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৪ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে