নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও মেট্রোরেল চালানোর ঘোষণা দিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ বুধবার ডিএমটিসিএলের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এ মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। এ অংশে মেট্রোরেল চলবে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা-উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যাত্রী চাহিদা তুঙ্গে থাকায় শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি জোরদার করেন মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই দাবিতে সায় দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি ডিএমটিসিএলকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই শুক্রবার মেট্রোরেল চালু থাকার কথা শোনা গেলেও অবশেষে আজ এই ঘোষণা এল।
ডিএমটিসিএল জানিয়েছে, প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। প্রতিদিন ৩ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তাঁদের রয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার উত্তরা থেকে নিউমার্কেট, কারওয়ান বাজারের বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে আসা যাত্রীদের যাতায়াত এখন সুগম হবে বলে মনে করছেন তাঁরা।

সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও মেট্রোরেল চালানোর ঘোষণা দিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ বুধবার ডিএমটিসিএলের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) খোন্দকার এহতেশামুল কবীর স্বাক্ষরিত চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এ মেট্রো ট্রেন আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে। এ অংশে মেট্রোরেল চলবে বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা-উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যাত্রী চাহিদা তুঙ্গে থাকায় শুক্রবারও মেট্রোরেল চালানোর দাবি জোরদার করেন মেট্রোরেলের নিয়মিত যাত্রীরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই দাবিতে সায় দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি ডিএমটিসিএলকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেন। চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই শুক্রবার মেট্রোরেল চালু থাকার কথা শোনা গেলেও অবশেষে আজ এই ঘোষণা এল।
ডিএমটিসিএল জানিয়েছে, প্রতিদিন ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেন। প্রতিদিন ৩ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তাঁদের রয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শুক্রবার উত্তরা থেকে নিউমার্কেট, কারওয়ান বাজারের বসুন্ধরা সিটিতে কেনাকাটা করতে আসা যাত্রীদের যাতায়াত এখন সুগম হবে বলে মনে করছেন তাঁরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে