নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ছয়টি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। নথিতে বলা হয়, খালেদা জিয়ার জন্ম সাল ১৯৪৬ ঠিক আছে। তবে জন্ম তারিখ ৮ মে,১৫ আগস্ট এবং ৮ সেপ্টেম্বর। এ বিষয়ে আজ মঙ্গলবার শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৩ জুন ৬০ দিনের মধ্যে জন্মদিন সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সকল শিক্ষাবোর্ডকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে আসে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ ওই রিট করেন।
গতকাল নাহিদ সুলতানা যুথী বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিন সংক্রান্ত পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, এভারকেয়ার হাসপাতালের ভর্তির ফরম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের তথ্য আদালতে দাখিল করা হয়েছে।
যুথী আরও বলেন, বঙ্গবন্ধুর নারকীয় হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ওনার তো আগে অন্য জন্মদিন ছিল। সেই জন্য জনগণ জানতে চায় আসল জন্মদিন কোনটি। তাই রিট করা হয়। আমরা চাই আসল জন্মদিন ঠিক করা হোক।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত ছয়টি প্রতিষ্ঠানের নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। নথিতে বলা হয়, খালেদা জিয়ার জন্ম সাল ১৯৪৬ ঠিক আছে। তবে জন্ম তারিখ ৮ মে,১৫ আগস্ট এবং ৮ সেপ্টেম্বর। এ বিষয়ে আজ মঙ্গলবার শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৩ জুন ৬০ দিনের মধ্যে জন্মদিন সংক্রান্ত নথি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং সকল শিক্ষাবোর্ডকে এ নির্দেশনা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী জন্মদিন সংক্রান্ত নথি হাইকোর্টে আসে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে খালেদা জিয়ার জন্মদিন নির্দিষ্ট করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন অর রশিদ ওই রিট করেন।
গতকাল নাহিদ সুলতানা যুথী বলেন, খালেদা জিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তারিখে জন্মদিন পালন করেছেন। তাঁর জন্মদিন সংক্রান্ত পাসপোর্ট অফিস, নির্বাচন কমিশন, ম্যারিজ সার্টিফিকেট, এভারকেয়ার হাসপাতালের ভর্তির ফরম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের তথ্য আদালতে দাখিল করা হয়েছে।
যুথী আরও বলেন, বঙ্গবন্ধুর নারকীয় হত্যাকাণ্ডের দিন খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ওনার তো আগে অন্য জন্মদিন ছিল। সেই জন্য জনগণ জানতে চায় আসল জন্মদিন কোনটি। তাই রিট করা হয়। আমরা চাই আসল জন্মদিন ঠিক করা হোক।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে