Ajker Patrika

ঈদের ছুটিতে যানজটের শহর ঢাকা ফাঁকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৯: ১১
ঈদের ছুটিতে যানজটের শহর ঢাকা ফাঁকা

সেই চিরচেনা রূপে নেই ঢাকা। ছুটির আমেজে কিছুটা জিরিয়ে নিচ্ছে জ্যামের শহর। আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির জন্য শহর ছেড়েছেন সিংহভাগ মানুষ। রাজধানী থেকে সাময়িক বিরতি নিয়েছে চিরচেনা সেই ব্যস্ততা ও ভিড়। 

সরেজমিন আজ বুধবার সকাল থেকে দেখা গেছে, রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। যানজট তো নেই, সড়কে গাড়ি কিংবা মানুষেরও যাতায়াত কম। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে অল্প সময়ে। 
 
রাজধানীর রামপুরা, বাড্ডা, হাতিরঝিল, মালিবাগ, মৌচাক, খিলগাঁও, শান্তিনগর, শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্য ভবন, হাইকোর্ট, ধানমন্ডি, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার এলাকার রাস্তাগুলোতে ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন থেকে শুরু করে রিকশা-ভ্যানও অনেক কম। 

গাজীপুরে যাওয়ার জন্য মালিবাগ মোড়ে দাঁড়িয়ে আছেন ব্যবসায়ী জামিলুর রহমান। তিনি বলেন, ‘বাস পেতে দেরি হচ্ছে। ঈদের আগের দিন, তাই রাস্তায় গাড়ি চলাচল কম। তবে জ্যাম না থাকায় তাড়াতাড়ি পৌঁছানো যাবে।’ 

মালিবাগ রেলগেট। ছবি: আজকের পত্রিকা এদিকে ঈদের আগের দিন হওয়ায় বাসে ভাড়া বেশি তোলারও অভিযোগ পাওয়া গেছে। তুরাগ বাসের যাত্রী নিলুফার ইয়াসমিন বলেন, ‘আজকে টাকা বেশি নিচ্ছে। বলতেছে ঈদের বকশিশ বলে নিলে সমস্যা নেই। না বলেই অনেকে নিয়ে নেয়।’ 

এবার ঈদের ছুটি ১০, ১১ ও ১২ এপ্রিল। পরদিন অর্থাৎ ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি। এরও পরদিন রোববার বাংলা নববর্ষের ছুটি। সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি থাকবে। এরপর হয়তো আবারও চিরচেনা রূপে ফিরবে ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত