নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে কমিশনের কনসার্ন লাগবে। আপনারা সেটা নিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যমের শাখার কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে যদি আদালতের নির্দেশনা থাকে তাঁকে আদালতে হাজির করার জন্য এ ব্যাপারে কারও নির্দেশনার প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে কমিশনের কনসার্ন লাগবে। আপনারা সেটা নিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যমের শাখার কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে যদি আদালতের নির্দেশনা থাকে তাঁকে আদালতে হাজির করার জন্য এ ব্যাপারে কারও নির্দেশনার প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে