নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুর রহমানকে আদালতে হাজির করেন। নতুন করে রিমান্ডের আবেদন না করায় তদন্ত কর্মকর্তা আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত শুক্রবার আসাদুর রহমান আরিফকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
গত রোববার আসাদুর রহমান আরিফের স্ত্রী মাহফুজা রহমানকেও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ নামে ওই ব্যাংকার ও তাঁর স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়।
জানা গেছে, ৩০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নির্যাতনের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তাঁর বোন।
আহত কিশোরীর অভিযোগ, সে আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। সে অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু ওই দম্পতি তাঁকে পালাতে দেননি। ৩০ জুন সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কিশোরীকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে বোন ফাতেমার বাসায় দিয়ে আসেন।
ফাতেমা তার কিশোরী বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে নিজে বাদী হয়ে ব্যাংকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

রাজধানীর ভাটারার কুড়িল বিশ্বরোড এলাকায় ১৪ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা আসাদুর রহমান আরিফকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসাদুর রহমানকে আদালতে হাজির করেন। নতুন করে রিমান্ডের আবেদন না করায় তদন্ত কর্মকর্তা আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।
গত শুক্রবার আসাদুর রহমান আরিফকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
গত রোববার আসাদুর রহমান আরিফের স্ত্রী মাহফুজা রহমানকেও দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গৃহকর্মী নির্যাতনের অভিযোগে আসাদুর রহমান আরিফ নামে ওই ব্যাংকার ও তাঁর স্ত্রী মাহফুজা রহমানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ জুলাই) রাজধানীর ভাটারা থানায় মামলা দায়ের হয়।
জানা গেছে, ৩০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে নির্যাতনের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান তাঁর বোন।
আহত কিশোরীর অভিযোগ, সে আট মাস ধরে ওই বাসায় কাজ করে। বিভিন্ন সময় নানা অজুহাতে তাকে গরম পানি ও খুন্তির ছ্যাঁকা এবং মাথা দেয়ালের সঙ্গে ঠুকে নির্যাতন করা হতো। সে অনেকবার বাসা থেকে পালানোরও চেষ্টা করে। কিন্তু ওই দম্পতি তাঁকে পালাতে দেননি। ৩০ জুন সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কিশোরীকে কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের কাছে বোন ফাতেমার বাসায় দিয়ে আসেন।
ফাতেমা তার কিশোরী বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরে নিজে বাদী হয়ে ব্যাংকার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে