কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে ভিসাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে পর্তুগাল ঢাকায় একটি কনস্যুলেট অফিস খুলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রের সঙ্গে বৃহস্পতিবারের রাজনৈতিক পরামর্শ সভা এবং তাঁর উপস্থিতিতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর শুক্রবার অনুষ্ঠিত এক সেমিনারের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের পর্তুগালের ভিসা নিতে বর্তমানে দিল্লিতে যেতে হয় অথবা পাসপোর্ট পাঠাতে হয়। এতে মানুষের বেশ ভোগান্তি হয়। এই প্রেক্ষাপটে দেশটিকে ঢাকায় দূতাবাস খোলা অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ভিসাপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মে মাসে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পর্তুগালের কর্মকর্তার সঙ্গে বৈঠকের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসার বিষয়ে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের সরকার রাজি হয়েছে। সেটা কনস্যুলেট খোলাসহ যেকোনো ব্যবস্থা হতে পারে।’
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একটি দূতাবাস আছে। প্রাথমিক হিসাবে সে দেশে বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার নাগরিক আছে।
ঢাকায় বিআইআইএসএস (বিজ) মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শাহরিয়ার আলম, ফ্রান্সিসকো আন্দ্রে ও বিজ মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক পরামর্শ সভায় দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে এবং সরাসরি জাহাজ চলাচল চালু করতে প্রয়োজনীয় স্মারকে স্বাক্ষরে সম্মত হয়। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশে বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পর্তুগালের প্রতিমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান। শনিবার তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

বাংলাদেশে ভিসাসহ অন্যান্য কনস্যুলার সেবা দিতে পর্তুগাল ঢাকায় একটি কনস্যুলেট অফিস খুলবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন।
ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ফ্রান্সিসকো আন্দ্রের সঙ্গে বৃহস্পতিবারের রাজনৈতিক পরামর্শ সভা এবং তাঁর উপস্থিতিতে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর শুক্রবার অনুষ্ঠিত এক সেমিনারের প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের পর্তুগালের ভিসা নিতে বর্তমানে দিল্লিতে যেতে হয় অথবা পাসপোর্ট পাঠাতে হয়। এতে মানুষের বেশ ভোগান্তি হয়। এই প্রেক্ষাপটে দেশটিকে ঢাকায় দূতাবাস খোলা অথবা অন্য যেকোনো ব্যবস্থায় ভিসাপ্রার্থীদের দুর্ভোগ লাঘবের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত মে মাসে সে দেশের সরকারকে অনুরোধ জানানো হয়েছে।’
পর্তুগালের কর্মকর্তার সঙ্গে বৈঠকের বরাত দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিসার বিষয়ে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সে দেশের সরকার রাজি হয়েছে। সেটা কনস্যুলেট খোলাসহ যেকোনো ব্যবস্থা হতে পারে।’
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশের একটি দূতাবাস আছে। প্রাথমিক হিসাবে সে দেশে বাংলাদেশের কমপক্ষে ১০ হাজার নাগরিক আছে।
ঢাকায় বিআইআইএসএস (বিজ) মিলনায়তনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শাহরিয়ার আলম, ফ্রান্সিসকো আন্দ্রে ও বিজ মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিনসহ অন্যরা বক্তব্য রাখেন।
রাজনৈতিক পরামর্শ সভায় দুই দেশ বাণিজ্যের ক্ষেত্রে দ্বৈত কর এড়াতে এবং সরাসরি জাহাজ চলাচল চালু করতে প্রয়োজনীয় স্মারকে স্বাক্ষরে সম্মত হয়। এ ছাড়া পর্তুগাল বাংলাদেশে বায়ুবিদ্যুৎ, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
পর্তুগালের প্রতিমন্ত্রী তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান। শনিবার তাঁর ঢাকা ত্যাগের কথা রয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৯ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১৮ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ মিনিট আগে
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
৪৪ মিনিট আগে