নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১২ জুনের মধ্যে বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও অন্য সব পাওনা পরিশোধের আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন টিএনজেড শ্রমিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা আদায় না হলে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
টিএনজেডের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে রবিউল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএনজেড শ্রমিকেরা গত মার্চ থেকে ধারাবাহিকভাবে তাঁদের বকেয়া পাওনার জন্য আন্দোলন করে আসছেন। গত ২০ মে টিএনজেড গ্রুপের আট কারখানার শ্রমিকদের এক জোটে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ভিত্তিতে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিশ্রুতি হয় যে ২৯ মে-এর মধ্যে টিএনজেড গার্মেন্টসের পাঁচ হাজার শ্রমিকের মোট বকেয়া পাওনা ৫৪ কোটি টাকা পরিশোধ করা হবে। কিন্তু ২৯ মে শ্রমিকদের বকেয়া পাওনার জন্য টিএনজেড মালিকপক্ষ ২২ কোটি টাকা প্রদান করে এবং পুনরায় প্রতিশ্রুতি দেয় যে দ্রুত তারা পুরো বকেয়া পাওনা পরিশোধ করবে।
কিন্তু গত ৪ জুন মালিকপক্ষ, কতিপয় সুবিধাবাদী শ্রমিক সংগঠন ও কারখানা সংশ্লিষ্ট কিছু নেতার যোগসাজশে মাত্র ২৫০ জন স্টাফ ও শ্রমিককে পুরো অর্থ প্রদান করা হয়। বিপরীতে, প্রায় পাঁচ হাজার শ্রমিক এখনো তাঁদের বকেয়া মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। এই শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে ৫ জুন, বিকেল ৫টা থেকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর ভবনের বাসিন্দা, টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনের বাসার সামনে টিএনজেড শ্রমিকেরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের টানা ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে, ঈদকে বিবেচনায় নিয়ে কর্মসূচি ৬ জুন বিকেল ৪টায় সাময়িকভাবে স্থগিত করা হয়। এরই মধ্যে ৬ জুন, ভোররাত ৪টায় ডেপুটি কমিশনার (ডিসি) কর্তৃক ১২ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধের একটি লিখিত আশ্বাস প্রদান করা হয়, যা শ্রমিকেরা গ্রহণ করেন। তবে আজকের কর্মসূচি শেষে, শ্রমিকেরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি তাঁদের বকেয়া মজুরি পরিশোধ না করা হয়, তবে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনের পথে যেতে তাঁরা বাধ্য হবেন।

উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর অ্যাপার্টমেন্টের বাসিন্দা ও সমিতির সভাপতি, সাইফুর রহমান অ্যাপার্টমেন্টের সব বাসিন্দার পক্ষ থেকে টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনকে শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও মাসের পর মাস মজুরি না দেওয়ার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। একই সঙ্গে, উত্তরার ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থাপনার দাবি জানান তিনি।

এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবীর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, রাজনৈতিক কর্মী অনুপ কুন্ডু, অ্যাকটিভিস্ট আইনুল হক, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি সদরুল হাসান রিপন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্যসচিব সুশান্ত সিনহা, বাসদ মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চিকিৎসক ডা. হারুন উর রশীদ এবং অ্যাকটিভিস্ট মারজিয়া প্রভা।

১২ জুনের মধ্যে বকেয়া বেতন-ভাতা, ঈদ বোনাস ও অন্য সব পাওনা পরিশোধের আশ্বাসে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন টিএনজেড শ্রমিকেরা। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা আদায় না হলে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
টিএনজেডের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে রবিউল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিএনজেড শ্রমিকেরা গত মার্চ থেকে ধারাবাহিকভাবে তাঁদের বকেয়া পাওনার জন্য আন্দোলন করে আসছেন। গত ২০ মে টিএনজেড গ্রুপের আট কারখানার শ্রমিকদের এক জোটে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির ভিত্তিতে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিশ্রুতি হয় যে ২৯ মে-এর মধ্যে টিএনজেড গার্মেন্টসের পাঁচ হাজার শ্রমিকের মোট বকেয়া পাওনা ৫৪ কোটি টাকা পরিশোধ করা হবে। কিন্তু ২৯ মে শ্রমিকদের বকেয়া পাওনার জন্য টিএনজেড মালিকপক্ষ ২২ কোটি টাকা প্রদান করে এবং পুনরায় প্রতিশ্রুতি দেয় যে দ্রুত তারা পুরো বকেয়া পাওনা পরিশোধ করবে।
কিন্তু গত ৪ জুন মালিকপক্ষ, কতিপয় সুবিধাবাদী শ্রমিক সংগঠন ও কারখানা সংশ্লিষ্ট কিছু নেতার যোগসাজশে মাত্র ২৫০ জন স্টাফ ও শ্রমিককে পুরো অর্থ প্রদান করা হয়। বিপরীতে, প্রায় পাঁচ হাজার শ্রমিক এখনো তাঁদের বকেয়া মজুরি থেকে বঞ্চিত রয়েছেন। এই শ্রমিকেরা তাঁদের ন্যায্য পাওনা পরিশোধের দাবিতে ৫ জুন, বিকেল ৫টা থেকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর ভবনের বাসিন্দা, টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনের বাসার সামনে টিএনজেড শ্রমিকেরা অবস্থান কর্মসূচি শুরু করেন।
শ্রমিকদের টানা ২৪ ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে, ঈদকে বিবেচনায় নিয়ে কর্মসূচি ৬ জুন বিকেল ৪টায় সাময়িকভাবে স্থগিত করা হয়। এরই মধ্যে ৬ জুন, ভোররাত ৪টায় ডেপুটি কমিশনার (ডিসি) কর্তৃক ১২ জুনের মধ্যে সব বকেয়া পরিশোধের একটি লিখিত আশ্বাস প্রদান করা হয়, যা শ্রমিকেরা গ্রহণ করেন। তবে আজকের কর্মসূচি শেষে, শ্রমিকেরা পরিষ্কারভাবে জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি তাঁদের বকেয়া মজুরি পরিশোধ না করা হয়, তবে ঈদের পর আরও কঠোর ও দুর্বার আন্দোলনের পথে যেতে তাঁরা বাধ্য হবেন।

উত্তরার ৪ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ৩০ নম্বর অ্যাপার্টমেন্টের বাসিন্দা ও সমিতির সভাপতি, সাইফুর রহমান অ্যাপার্টমেন্টের সব বাসিন্দার পক্ষ থেকে টিএনজেড কারখানার ডিরেক্টর শাহীনকে শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও মাসের পর মাস মজুরি না দেওয়ার অভিযোগে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। একই সঙ্গে, উত্তরার ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণতান্ত্রিক ব্যবস্থাপনার দাবি জানান তিনি।

এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবীর, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি দিলীপ রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নূজিয়া হাসিন রাশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক শামীম ইমাম, রাজনৈতিক কর্মী অনুপ কুন্ডু, অ্যাকটিভিস্ট আইনুল হক, বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধি সদরুল হাসান রিপন, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সদস্যসচিব সুশান্ত সিনহা, বাসদ মার্ক্সবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে গবেষক মাহতাব উদ্দীন আহমেদ, চিকিৎসক ডা. হারুন উর রশীদ এবং অ্যাকটিভিস্ট মারজিয়া প্রভা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৩ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে