নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সিন্দুক থেকে দেড় কোটি টাকারও বেশি খোয়া যায় ব্যবসায়ী আবদুল হামিদের। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন তিনি। মামলার চার দিন পর জড়িত থাকার অভিযোগে তাঁর মেয়েকেই গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিন্দুক থেকে টাকা নিয়ে স্বামীকে দেন। পরে স্বামীও গ্রেপ্তার হন। চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল হামিদের মেয়ে মিনা হামিদ এবং আবদুল হামিদের মেয়ের জামাই সাকিবুল হাসান।
আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা।
মাহফুজুল হক ভূঞা বলেন, বাসার দরজা কিংবা সিন্দুকের তালা না ভেঙেই টাকা চুরি হয়েছে। এতে সন্দেহ হয় বাসার কোনো লোক টাকা চুরির সঙ্গে জড়িত। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, হামিদের মেয়ে মিনাই টাকা চুরি করেছেন। তাঁর কাছে থাকা চাবি দিয়ে তিনি সিন্দুক খুলে টাকা নেন।
মাহফুজুল হক আরও বলেন, ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়েই মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন হামিদ। এ ঘটনায় ৮ জুলাই মেয়ে মিনা হামিদ ও মেয়ের জামাই সাকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন ব্যবসায়ী আবদুল হামিদ ওরফে বাবুল। ঈদুল আজহায় সপরিবারে গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফেরেন। কিছুদিন পর টাকা রাখার সিন্দুক খুলে দেখেন ১ কোটি ৬৬ লাখ টাকা নেই। বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। পরে হামিদ ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন। পুলিশ বাসায় গিয়ে সিন্দুক না ভেঙে টাকা চুরি হওয়ায় প্রাথমিকভাবে বাসার মানুষকে সন্দেহ করলে জিজ্ঞাসাবাদে মেয়ে মিনা স্বীকার করেন। সিন্দুকের তালা খুলে তিনিই টাকা চুরি করেন। সেই টাকা তুলে দেন স্বামী সাকিবুল হাসানের হাতে।

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সিন্দুক থেকে দেড় কোটি টাকারও বেশি খোয়া যায় ব্যবসায়ী আবদুল হামিদের। অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন তিনি। মামলার চার দিন পর জড়িত থাকার অভিযোগে তাঁর মেয়েকেই গ্রেপ্তার করে পুলিশ। তিনি সিন্দুক থেকে টাকা নিয়ে স্বামীকে দেন। পরে স্বামীও গ্রেপ্তার হন। চুরির ৯০ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবদুল হামিদের মেয়ে মিনা হামিদ এবং আবদুল হামিদের মেয়ের জামাই সাকিবুল হাসান।
আজ শনিবার বিকেলে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা।
মাহফুজুল হক ভূঞা বলেন, বাসার দরজা কিংবা সিন্দুকের তালা না ভেঙেই টাকা চুরি হয়েছে। এতে সন্দেহ হয় বাসার কোনো লোক টাকা চুরির সঙ্গে জড়িত। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, হামিদের মেয়ে মিনাই টাকা চুরি করেছেন। তাঁর কাছে থাকা চাবি দিয়ে তিনি সিন্দুক খুলে টাকা নেন।
মাহফুজুল হক আরও বলেন, ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়েই মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন হামিদ। এ ঘটনায় ৮ জুলাই মেয়ে মিনা হামিদ ও মেয়ের জামাই সাকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন ব্যবসায়ী আবদুল হামিদ ওরফে বাবুল। ঈদুল আজহায় সপরিবারে গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফেরেন। কিছুদিন পর টাকা রাখার সিন্দুক খুলে দেখেন ১ কোটি ৬৬ লাখ টাকা নেই। বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করলে টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। পরে হামিদ ৪ জুলাই মেয়ে মিনাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চুরির মামলা করেন। পুলিশ বাসায় গিয়ে সিন্দুক না ভেঙে টাকা চুরি হওয়ায় প্রাথমিকভাবে বাসার মানুষকে সন্দেহ করলে জিজ্ঞাসাবাদে মেয়ে মিনা স্বীকার করেন। সিন্দুকের তালা খুলে তিনিই টাকা চুরি করেন। সেই টাকা তুলে দেন স্বামী সাকিবুল হাসানের হাতে।

গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
১৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র্যাব-৭ এর এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে যাওয়ার র্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র্যাবের অতিরিক্ত অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।
১৮ মিনিট আগে
পিরোজপুরে একটি হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন।
২৫ মিনিট আগে