মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত খোকন সরদার (৪৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম।
এদিকে নিহত ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে। নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, খোকন সরদারের বাড়ি কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন এলাকায়। তাঁর প্রতিবেশী সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর (২৫) প্রায় সময় তাঁর বসতঘরের পাশ দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করত। গত ১৪ মার্চ জোবায়েরের মোটরসাইকেলের নিচে চাপা পড়ে একটি মুরগি মারা যায়। এ নিয়ে ওই দিন নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানমের সঙ্গে জোবায়েরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে নিহত ব্যবসায়ী খোকন সরদার উপস্থিত হলে তাঁকে মারধর করেন জোবায়ের। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত খোকন সরদার (৪৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম।
এদিকে নিহত ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে। নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, খোকন সরদারের বাড়ি কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন এলাকায়। তাঁর প্রতিবেশী সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর (২৫) প্রায় সময় তাঁর বসতঘরের পাশ দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করত। গত ১৪ মার্চ জোবায়েরের মোটরসাইকেলের নিচে চাপা পড়ে একটি মুরগি মারা যায়। এ নিয়ে ওই দিন নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানমের সঙ্গে জোবায়েরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে নিহত ব্যবসায়ী খোকন সরদার উপস্থিত হলে তাঁকে মারধর করেন জোবায়ের। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ব্যাপারে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে