জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। করোনার বিধিনিষেধ থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি মাত্র মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় পূজা আরম্ভ হয়।
সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে রঙিন করে আঁকা হয়েছিল আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা আঁকেন তাঁরা।
পূজা শুরুর মণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক মিথুন বাড়ৈ বলেন, ‘এবার করোনার কারণে পূজা আয়োজন চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারপরেও আয়োজন করতে সক্ষম হয়েছি।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘এখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। করোনা সংক্রমণ কমলেই ক্যাম্পাসে সকল ধরনের উৎসব সারা বছরই অনুষ্ঠিত হবে।’
গত বছর করোনার কারণে ক্যাম্পাসে পূজা উদ্যাপন হয়নি। এ বছরও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় একটিমাত্র মণ্ডপে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া, পুরান ঢাকার শাঁখারী বাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জসহ বিভিন্ন স্থানে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। করোনার বিধিনিষেধ থাকায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি মাত্র মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলায় পূজা আরম্ভ হয়।
সকাল থেকেই পূজা দেখতে ভিড় করে দর্শনার্থী ও শিক্ষার্থীরা। তাঁদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সুন্দর করে সাজিয়ে তুলতে রঙিন করে আঁকা হয়েছিল আলপনা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শান্ত চত্বর, শহীদ মিনারের সম্মুখভাগ, রফিক ভবনের সামনে এবং প্রশাসনিক ভবনের চারপাশে নানা ধরনের আলপনা আঁকেন তাঁরা।
পূজা শুরুর মণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, প্রক্টর মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক মিথুন বাড়ৈ বলেন, ‘এবার করোনার কারণে পূজা আয়োজন চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারপরেও আয়োজন করতে সক্ষম হয়েছি।’
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘এখানে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপিত হয়েছে। ধর্ম যার যার উৎসব সবার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। করোনা সংক্রমণ কমলেই ক্যাম্পাসে সকল ধরনের উৎসব সারা বছরই অনুষ্ঠিত হবে।’
গত বছর করোনার কারণে ক্যাম্পাসে পূজা উদ্যাপন হয়নি। এ বছরও করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় একটিমাত্র মণ্ডপে কেন্দ্রীয়ভাবে পূজার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া, পুরান ঢাকার শাঁখারী বাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জসহ বিভিন্ন স্থানে সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে