
করোনার বুস্টার ডোজ টিকা নিতে কোনো ধরনের নিবন্ধনের প্রয়োজন নেই। টিকা গ্রহণের জন্য খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার সকালে এ কথা জানান তিনি।
আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মুলাইদ গ্রামে অবস্থিত এক্সিকিউটিভ গ্রীনটেক্স কারখানার শ্রমিকদের করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তিনি বলেন, বুস্টার টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে করোনার পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবেন। নিবন্ধন ছাড়াই নেওয়া যাবে বুস্টার ডোজ টিকা।
করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কথা টেনে এনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে ওই সময় কারখানা খুলে দেওয়ার সাহস পেয়েছি। সে জন্য বিশ্ববাজারে পোশাক কারখানা জীবিত রয়েছে।’
গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‘আমরা একটা মোদির দোকান নিয়ে বসেছি। এখানে যে ধরনের টিকা প্রয়োজন, সব ধরনের টিকা আমাদের মজুত রয়েছে।’
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস।
উল্লেখ্য, ওই কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

করোনার বুস্টার ডোজ টিকা নিতে কোনো ধরনের নিবন্ধনের প্রয়োজন নেই। টিকা গ্রহণের জন্য খুব শিগগিরই সারা দেশে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের কাছে এসএমএস চলে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আজ বুধবার সকালে এ কথা জানান তিনি।
আজ সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মুলাইদ গ্রামে অবস্থিত এক্সিকিউটিভ গ্রীনটেক্স কারখানার শ্রমিকদের করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তিনি বলেন, বুস্টার টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে করোনার পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবেন। নিবন্ধন ছাড়াই নেওয়া যাবে বুস্টার ডোজ টিকা।
করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে পোশাক কারখানা খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির কথা টেনে এনে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টির কারণে ওই সময় কারখানা খুলে দেওয়ার সাহস পেয়েছি। সে জন্য বিশ্ববাজারে পোশাক কারখানা জীবিত রয়েছে।’
গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‘আমরা একটা মোদির দোকান নিয়ে বসেছি। এখানে যে ধরনের টিকা প্রয়োজন, সব ধরনের টিকা আমাদের মজুত রয়েছে।’
টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস।
উল্লেখ্য, ওই কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১২ মিনিট আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১৬ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
১৯ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
২১ মিনিট আগে